BGT 2024-25

রোহিত মিডল অর্ডারে? দিন-রাতের টেস্টের পাঁচ দিন আগেই ইঙ্গিত দিয়ে দিল গম্ভীরের ভারত

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুক্রবার থেকে দিন-রাতের টেস্ট খেলতে নামবে ভারত। তার পাঁচ দিন আগেই ব্যাটিং অর্ডারের ইঙ্গিত দিয়ে রাখলেন গৌতম গম্ভীরেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৪ ১৫:২৩
Share:

রোহিত শর্মা। —ফাইল চিত্র।

প্রথম টেস্টে খেলেননি তিনি। দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম একাদশে ফিরবেন রোহিত শর্মা। ফিরবেন প্রথম টেস্টে না খেলা শুভমন গিলও। ফলে প্রথম একাদশে বদল নিশ্চিত। কিন্তু ভারতের ব্যাটিং অর্ডার কী হবে? এত দিন রোহিতের সঙ্গে ওপেন করতেন যশস্বী জয়সওয়াল। পার্‌থে রোহিত না থাকায় ওপেন করেছিলেন লোকেশ রাহুল। অ্যাডিলেডেও তিনিই ওপেন করতে পারেন।

Advertisement

৬ ডিসেম্বর, শুক্রবার থেকে দিন-রাতের টেস্ট খেলতে নামবে ভারত। তার পাঁচ দিন আগেই ব্যাটিং অর্ডারের ইঙ্গিত দিয়ে রাখলেন গৌতম গম্ভীরেরা। পার্‌থে দুই ইনিংসেই রান পেয়েছেন রাহুল। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে যশস্বীর সঙ্গে তাঁর ২১০ রানের জুটি ভারতের জয় নিশ্চিত করে দিয়েছিল।

রোহিত এই টেস্টে এখনও পর্যন্ত খেলেননি। অ্যাডিলেডে নামার আগে তিনি নেমেছিলেন প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে। সেখানে ভারত ব্যাট করতে নামার সময় দেখা গেল ওপেন করতে নামছেন সেই যশস্বী ও রাহুল। রোহিত যদি অ্যাডিলেডে ওপেন করতেন তা হলে এই ম্যাচেও শুরুতে তাঁর নামা উচিত ছিল। নতুন গোলাপি বলে অনুশীলন করার সুযোগ ছিল তাঁর। সেটা করলেন না রোহিত। অ্যাডিলেডেও হয়তো ওপেন করবেন যশস্বী ও রাহুল। সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন গম্ভীরেরা।

Advertisement

প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে তিন নম্বরে ব্যাট করতে নামলেন শুভমন। আগে তিনি ওপেনার ছিলেন। কিন্তু যশস্বী নিজের জায়গা পাকা করার পরে শুভমন তিন নম্বরেই খেলছেন। আগের টেস্টে তাঁর জায়গায় খেলেছিলেন দেবদত্ত পড়িক্কল। অ্যাডিলেডে বসতে হবে তাঁকে। এই ম্যাচে ১৮তম ওভারে দেখা যায় রাহুল উঠে যাচ্ছেন। নামছেন রোহিত। তা থেকে পরিষ্কার, বল কিছুটা পুরনো হওয়ার পরে নামতে চাইছেন তিনি। তবে অ্যাডিলেডে চার নম্বরেও নামতে পারবেন না রোহিত। কারণ, সেখানে খেলেন বিরাট কোহলি। তিনি প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে খেলবেন না বলেই রোহিত চার নম্বরে নেমেছেন।

রোহিত অ্যাডিলেডে খেললে ধ্রুব জুরেলকে বাদ পড়তে হবে। এই দু’টি ছাড়া আর কোনও বদল দিন-রাতের টেস্টে হওয়ার সম্ভাবনা খুব কম। ভারতের পেস আক্রমণ একই থাকবে। প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে চার উইকেট নিয়ে হর্ষিত রানা নিজের জায়গা আরও পাকা করেছেন। ফলে আকাশ দীপ বা প্রসিদ্ধ কৃষ্ণের সুযোগ পাওয়া কঠিন। ওয়াশিংটন সুন্দরও ব্যাট হাতে পার্‌থে ভরসা দিয়েছেন। ফলে রবীন্দ্র জাডেজার সুযোগ পাওয়া কঠিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement