শেষ চারে সিন্ধু, হারলেন সাইনা

বিয়াত্রিজের বিরুদ্ধে এ দিন কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেছিলেন সিন্ধু। ৩৫ মিনিটেই ম্যাচ জিতে নেন হয়দরাবাদের কন্যা। যদিও দ্বিতীয় গেমে ম্যাচে ফিরেছিলেন কোরালেস।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:২১
Share:

ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ওপেন চ্যাম্পিয়নের ট্রফি নিজের কাছে রেখে দেওয়ার লক্ষ্যে এগোচ্ছেন ভারতের পিভি সিন্ধু। শুক্রবার বিশ্বের ছত্রিশ নম্বর খেলোয়াড় স্পেনের বিয়াত্রিজ কোরালেস-কে হারিয়ে সেমিফাইনালে গেলেন সিন্ধু। ম্যাচের ফল ২১-১২, ১৯-২১, ২১-১১।

Advertisement

বিয়াত্রিজের বিরুদ্ধে এ দিন কোয়ার্টার ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করেছিলেন সিন্ধু। ৩৫ মিনিটেই ম্যাচ জিতে নেন হয়দরাবাদের কন্যা। যদিও দ্বিতীয় গেমে ম্যাচে ফিরেছিলেন কোরালেস। কিন্তু শেষ গেমে ফের ছন্দ ফিরে পেয়ে ম্যাচ জিতে নেন সিন্ধু। রিও অলিম্পিক্সে রুপো জয়ী সিন্ধুর সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বী চার বছর আগে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া তাইল্যান্ডের রাতচানক ইন্থানন।

তবে সিন্ধুর জয়ের দিনে কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন সাইনা নেহওয়াল। তিনি হারলেন মার্কিন যুক্তরাষ্ট্রের খেলোয়াড় বেইওয়েন ঝ্যাং-এর কাছে। ম্যাচের ফল ঝ্যাং-এর পক্ষে ২১-১০, ২১-১৩।

Advertisement

অন্য দিকে, পুরুষদের বিভাগে সিঙ্গলসে কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন পারুপল্লী কাশ্যপ হারলেন চিনের কুইয়াও বিন-এর কাছে। ম্যাচের ফল বিন-এর পক্ষে ২১-১৬, ২১-১৮। অষ্টম বাছাই ভি সাই প্রণীতও হেরে গিয়েছেন টুর্নামেন্টে তৃতীয় বাছাই তাইওয়ানের চৌ তিয়েন চেন-এর কাছে। ম্যাচের ফল চেন-এর পক্ষে ২১-১৫, ২১-১৩।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement