Today’s Sports Events

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় জয়ের লক্ষ্যে সূর্যেরা, দেশের জার্সিতে খেলবেন মেসি, রোনাল্ডো

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ জিতলে সিরিজ় জিতে যাবে সূর্যকুমার যাদবের দল। দেশের জার্সিতে নামছেন মেসি, রোনাল্ডো। রয়েছে রঞ্জি ট্রফিতে বাংলার ম্যাচ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ০৮:০৪
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ়ের শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। চার ম্যাচের সিরিজ়ে সূর্যকুমার যাদবের দল ২-১ এগিয়ে। আজ জিতলে সিরিজ় জিতে যাবে ভারত। দেশের জার্সিতে আজ নামছেন লিয়োনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মেসির আর্জেন্টিনা খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে। রোনাল্ডোর পর্তুগালের খেলা পোল্যান্ডের সঙ্গে। রয়েছে রঞ্জি ট্রফিতে বাংলার ম্যাচ।

Advertisement

জিতলেই সিরিজ় ভারতের, পারবেন সূর্যকুমার যাদবেরা?

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ সিরিজ়ের শেষ ম্যাচ খেলতে নামছে ভারত। চার ম্যাচের সিরিজ়ে সূর্যকুমার যাদবের দল ২-১ এগিয়ে। ফলে সিরিজ় হারার সম্ভাবনা নেই ভারতের। আজ জিতলে সিরিজ় জিতে যাবে ভারত। খেলা শুরু রাত ৮:৩০ থেকে। খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

Advertisement

দেশের জার্সিতে মেসি, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আর্জেন্টিনা খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আজ আর্জেন্টিনার ম্যাচ। খেলা প্যারাগুয়ের বিরুদ্ধে। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনাই শীর্ষে রয়েছে। লিয়োনেল মেসিরা আজ জিতলে ২০২৬ বিশ্বকাপ ফুটবলে যোগ্যতা অর্জনের পথে অনেকটাই এগিয়ে যাবেন। খেলা শুরু ভোর ৫টা থেকে।

পর্তুগালের জার্সিতে রোনাল্ডো, নেশনস লিগে বিপক্ষে পোল্যান্ড

আজ মাঠে নামছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও। উয়েফা নেশনস লিগে তাঁর পর্তুগাল খেলবে পোল্যান্ডের বিরুদ্ধে। এই ম্যাচ রাত ১:১৫ থেকে। একই সময়ে রয়েছে স্পেন-ডেনমার্ক, সুইৎজারল্যান্ড-সার্বিয়া, রোমানিয়া-কসোভো, স্কটল্যান্ড-ক্রোয়েশিয়া, লুক্সেমবুর্গ-বুলগেরিয়া, সান মারিনো-জিব্রাল্টার, নর্দার্ন আয়ারল্যান্ড-বেলারুশ ম্যাচ। তার আগে রাত ১০:৩০ থেকে রয়েছে সাইপ্রাস-লিথুয়ানিয়া ম্যাচ। খেলা দেখা যাবে সোনি লিভ অ্যাপে।

শামির দাপটে রঞ্জি ট্রফিতে ভাল জায়গায় বাংলা, তৃতীয় দিনের খেলা

মহম্মদ শামির দাপটে রঞ্জি ট্রফিতে ভাল জায়গায় বাংলা। শামির ৪ উইকেটের সুবাদে মধ্যপ্রদেশের ইনিংস ১৬৭ রানে শেষ করে দিয়েছে বাংলা। দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিনের শেষে অনুষ্টুপ মজুমদারের দল ৫ উইকেটে ১৭০। তারা ২৩১ রানে এগিয়ে, হাতে ৫ উইকেট। তৃতীয় দিনের খেলা শুরু সকাল ৯:৩০ থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement