Shoaib Malik

Sania Mirza: ছেলের যাতে দুধে-আলতা রং হয়, তার জন্য কী খেতেন অন্তঃসত্ত্বা সানিয়া? জানালেন শোয়েব

২০১৮ সালের অক্টোবর মাসে শোয়েব-সানিয়ার ছেলে হয়। দু’মাস পরে প্রথম ছেলের ছবি নেটমাধ্যমে প্রকাশ করেন সানিয়া। ছেলেকে সময় দেওয়ার জন্য অনেক দিন কোর্টের বাইরে ছিলেন সানিয়া। ইজহান একটু বড় হওয়ার পরে ফের অনুশীলন শুরু করেন তিনি। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ মে ২০২২ ২১:২৮
Share:

ছেলেকে নিয়ে শোয়েব ও সানিয়া ছবি: ইনস্টাগ্রাম।

বাবা ক্রিকেটার। মা টেনিস তারকা। তারকা দম্পতির সন্তান মাঝেমধ্যেই খবরের শিরোনামে থাকে। শোয়েব মালিক ও সানিয়া মির্জার ছেলে ইজহান মির্জা মালিককে নিয়েও ভক্তদের উৎসাহের অন্ত নেই। অথচ এই সন্তান হওয়ার আগে তাঁকে নিয়ে বেশ চিন্তায় ছিলেন সানিয়া। ছেলের রং যাতে দুধে-আলতা হয় তার জন্য নাকি অন্তঃসত্ত্বা অবস্থায় আপেল খেতেন তিনি।
এই খবর জানিয়েছেন সানিয়ার স্বামী শোয়েব। পাকিস্তানের একটি টেলিভিশন শোয়ে সন্তানের প্রসঙ্গে এই কথা বলেন তিনি। শোয়েব বলেন, ‘‘আমার শাশুড়ি সানিয়াকে অনেক আপেল খাওয়াত। ওরা বলত আপেল খেলে ছেলের গায়ের রং দুধে-আলতা হবে। ছেলে হওয়ার পরে বুঝতে পারি আপেল খেয়ে কাজ হয়েছে।’’

Advertisement

এই কথা বলার পরেই অবশ্য অনুষ্ঠানের সঞ্চালক জানান, কোনও রকম বর্ণবিদ্বেষী মন্তব্য তাঁরা করছেন না। ছেলেকে নিয়ে মজা করে এ কথা বলেছেন শোয়েব। গায়ের রং নয়, বরং কারও কীর্তি দিয়ে তাঁর বিচার হয় বলে জানিয়েছেন সঞ্চালক।

২০১৮ সালের অক্টোবর মাসে শোয়েব-সানিয়ার ছেলে হয়। দু’মাস পরে প্রথম ছেলের ছবি নেটমাধ্যমে প্রকাশ করেন সানিয়া। ছেলেকে সময় দেওয়ার জন্য অনেক দিন কোর্টের বাইরে ছিলেন সানিয়া। ইজহান একটু বড় হওয়ার পরে ফের অনুশীলন শুরু করেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement