IPL 2022

IPL 2022: ইদে মাতলেন ধোনি, এলাহি খাবারে উৎসব পালন চেন্নাইয়ের ক্রিকেটারদের

এ বারের আইপিএলে শুরুটা খুব খারাপ হয়েছিল চেন্নাইয়ের। প্রথম আট ম্যাচে মাত্র দু’টি ম্যাচে জয় এসেছিল। কিন্তু রবীন্দ্র জাডেজার হাত থেকে ধোনি নেতৃত্ব নেওয়ার পরে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে চেন্নাই। এখনও প্লে-অফের লড়াইয়ে রয়েছে দল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ মে ২০২২ ২০:০১
Share:

ইদে মাতলেন চেন্নাইয়ের ক্রিকেটাররা ছবি: ইনস্টাগ্রাম।

মহেন্দ্র সিংহ ধোনি অধিনায়কত্বে ফেরার পরে প্রথম ম্যাচেই জয়ে ফিরেছে চেন্নাই সুপার কিংস। আর তার পরেই ইদে মাততে দেখা গেল দলের ক্রিকেটারদের। ধোনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন দলের অন্য ক্রিকেটাররা। রকমারি খাবারের ব্যবস্থা ছিল। সব মিলিয়ে উৎসবের পরিবেশ ছিল হোটেলে।
চেন্নাইয়ের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ইদ উপলক্ষ্যে এলাহি খাবারের ব্যবস্থা করা হয়েছে হোটেলে। সেখানে একে একে আসছেন ক্রিকেটাররা। তাঁদের পরিবারকেও সেখানে দেখা যায়। ভারতীয় ক্রিকেটার ছাড়াও মইন আলি-সহ দলের বিদেশি ক্রিকেটারদেরও সেখানে দেখা যায়। সবাই মিলে এক সঙ্গে পালন করেন ইদ। খোশগল্পে মাততে দেখা যায় ক্রিকেটারদের।

Advertisement

এ বারের আইপিএলে শুরুটা খুব খারাপ হয়েছিল চেন্নাইয়ের। প্রথম আট ম্যাচে মাত্র দু’টি ম্যাচে জয় এসেছিল। কিন্তু রবীন্দ্র জাডেজার হাত থেকে ধোনি নেতৃত্ব নেওয়ার পরে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে চেন্নাই। এখনও প্লে-অফের লড়াইয়ে রয়েছে দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement