রাগে ফুসছেন শোয়েব আখতার। —ফাইল চিত্র
পাকিস্তান সুরক্ষিত নয়, এই কারণ দেখিয়ে সিরিজ না খেলেই দেশ ছেড়েছে নিউজিল্যান্ড। এই ঘটনা যে ভাল ভাবে নেয়নি পাকিস্তান তা স্পষ্ট করে দিয়েছেন রামিজ রাজারা। এ বার তাঁর সুরেই সুর মেলালেন শোয়েব আখতার। নিউজিল্যান্ডকে উত্তর দিতে চান তিনি। আর সেই জন্য দিনও বেছে দিলেন প্রাক্তন পেসার।
টি২০ বিশ্বকাপে ২৬ অক্টোবর মুখোমুখি হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। সেই ছবি টুইট করে শোয়েব লেখেন, ‘এই দিনটা মনে রেখ তোমরা। এই দিনেই নিজেদের সর্ব শক্তি দিয়ে ওদের আক্রমণ করতে হবে।’ বাবর আজমদের মনে করিয়ে দিলেন মাঠেই নিউজিল্যান্ডকে উত্তর দেওয়ার কথা। বিশ্বকাপের মঞ্চে কিউইদের মনের জ্বালা মেটাতে চাইছে পাকিস্তান।
বাবর নিজেও বেশ ক্ষিপ্ত। তিনি টুইট করে লেখেন, ‘হঠাৎ সিরিজ বাতিল হয়ে যাওয়ায় আমরা হতাশ। পাকিস্তানের লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমীর মনে হাসি নিয়ে আসত পারত এই সিরিজ। সুরক্ষা ব্যবস্থার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। ওরা আমাদের গর্ব ছিল এবং থাকবেও। পাকিস্তান জিন্দাবাদ।’
নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে পাকিস্তান। বিরাট কোহলীদের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের পর আরও এক লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে বাবরদের।