স্মিথকে ফেরাতে বাউন্সার প্রয়োগ করতেন শোয়েব। —ফাইল চিত্র।
অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথের ব্যাটিং স্টান্স অদ্ভুত প্রকৃতির। সাধারণত এ রকম ব্যাটিং স্টান্স অন্য কারওর নেই।
অজি তারকা ব্যাটসম্যানকে আউট করতে রীতিমতো বেগ পেতে হয় বোলারদের। কিন্তু পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার বলছেন, তিনি খুব সহজেই আউট করতে পারতেন শোয়েব আখতার। মাত্র চারটি বল তিনি খরচ করতেন।
স্মিথ ৭,২২৭ রান করেছেন ৭৩টি ইনিংস থেকে। ১২৫টি ওয়ানডে-তে ৪,১৬২ রান করেছেন তিনি। এ হেন ব্যাটসম্যানের বিরুদ্ধে বল করার আগে শোয়েব কী পরিকল্পনা করতেন? শোয়েব বলেছেন, স্মিথকে তিনটি মারাত্মক বাউন্সার দিতেন। আর চতুর্থ বলটাতেই স্মিথকে আউট করে দিতেন।
আরও পড়ুন: বোলার তাঁকে ভাল বল করলে গালাগাল করেন বিরাট!
শোয়েবের দুরন্ত গতির বাউন্সার সামলাতে অনেকেই পারতেন না। অনেকেই বাউন্সারের আঘাতে রক্তাক্ত হয়েছেন। স্মিথকে ফেরাতে গতিশীল বাউন্সারই শোয়েবের ব্রহ্মাস্ত্র।