কোহালিকে ফেরানোর উপায় জানালেন শোয়েব। —ফাইল চিত্র।
বিশ্বসেরা বোলাররা তাঁকে বল করতে ভয় পান। কোন জায়গায় বল ফেলবেন, তা বুঝে উঠতে পারেন না। পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার কিন্তু ভারত অধিনায়ক বিরাট কোহালিকে আউট করার উপায় জানিয়ে দিলেন।
নিজের সেরা সময়ে সচিন তেন্ডুলকর, রিকি পন্টিংয়ের মতো ব্যাটসম্যানদের ফিরিয়েছেন প্যাভিলিয়নে। সেই ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলছেন, ‘‘আমি যদি কোহালিকে বল করতাম, তা হলে ওকে ড্রাইভ করার মতো বল দিতাম। তা ছাড়া ক্রিজের অনেকটা বাইরে থেকে বল করতাম। কোহালি যাতে ড্রাইভ করে সেটাই হত আমার উদ্দেশ্য।’’
ড্রাইভ করতে গিয়ে সময়ের গণ্ডগোলে আউট হওয়ার সম্ভাবনা বাড়ে। কোহালির উইকেট নেওয়ার জন্য সেই উপায় অবলম্বন করতেন বলেই জানিয়েছেন শোয়েব। তাতেও যদি কাজ না হয়, তা হলে গতি দিয়ে কোহালিকে ফেরাতেন বলে জানিয়েছেন শোয়েব।
আরও পড়ুন: ধোনি যে কাজটা করত, সৌরভকে সেই কাজটাই আগে করতে দেখেছি, বললেন জাহির
শোয়েবের দ্রুতগামী ডেলিভারি সামলাতে অনেককেই বেগ পেতে হয়েছিল। সচিন-পন্টিংও ঠিক মতো সামলাতে পারেননি। কোহালিকে ফেরানোর জন্য গতিশীল ডেলিভারিই হতে পারে শোয়েবের ব্রহ্মাস্ত্র। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলছেন, ‘‘ড্রাইভ করার প্রলোভন দেখিয়ে ওকে আউট করার চেষ্টা যদি ব্যর্থ হয়, তা হলে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে ওকে বল করতাম। তা হলে কোহালি আউট হয়ে যেত।’’