রোহিত, শামির প্রশংসা আখতারের

ওর বোলিংয়ে সিম আছে, সুইং আছে। তা ছাড়া রির্ভার্স সুইং করতে পারে। যে ক্ষমতা উপমহাদেশে খুব কম বোলারেরই আছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৯ ০১:৪৩
Share:

মহম্মদ শামিও রিভার্স সুইয়ের রাজা হতে পারেন মনে করছেন শোয়েব আখতার।—ছবি পিটিআই।

টেস্টে রোহিত শর্মা ক্রমশ আরও উজ্জ্বল হয়ে উঠবেন। মহম্মদ শামিও রিভার্স সুইয়ের রাজা হতে পারেন। মনে করছেন প্রাক্তন পাকিস্তানি পেসার শোয়েব আখতার। প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি করে দলকে জেতানো রোহিত এবং পাঁচ উইকেট নেওয়া শামিকে নিয়ে নিজের ইউ টিউব চ্যানেলে শোয়েব বলেছেন, ‘‘রোহিত তো সেঞ্চুরির পর সেঞ্চুরি করে চলেছে। আমি তো বলেইছিলাম, টেস্ট দলে থাকা উচিত রোহিতের। ও আরও এগিয়ে যাবে। দুরন্ত টেস্ট ক্রিকেটার হয়ে উঠবে।’’

Advertisement

শামিকে নিয়েও তাঁর মন্তব্য, ‘‘বিশ্বকাপে ভারত ছিটকে যাওয়ার পরে এক দিন শামি আমায় ফোন করেছিল। বলছিল খুব খারাপ লাগছে ওর দলের জন্য কিছু করতে পারছে না বলে। আমি তখন বলি, হতাশ না হয়ে ফিটনেসে আরও জোর দাও। ঘরের মাঠে সিরিজ আসছে। তুমি সেখানে ভাল পরাফর্ম করবে।’’ শোয়েব আরও যোগ করেছেন, ‘‘শামিকে বলেছিলাম বিপক্ষকে ছিন্নভিন্ন করে দেওয়া পেসার হয়ে উঠতে হবে। ওর বোলিংয়ে সিম আছে, সুইং আছে। তা ছাড়া রির্ভার্স সুইং করতে পারে। যে ক্ষমতা উপমহাদেশে খুব কম বোলারেরই আছে। আমি শামিকে বলেছিলাম, রিভার্স সুইংয়ের রাজা হয়ে উঠতে পার তুমি। এ বার দেখুন ও কী করে দেখাল। বিশাখাপত্তনমের মতো এ রকম একটা পিচ থেকেও উইকেট তুলে নিয়ে দেখাল।’’ পাশাপাশি তাঁর মন্তব্য, পাকিস্তানের পেসাদের পরামর্শ দিতেও তিনি রাজি। কিন্তু কেউ সাহায্য চায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement