স্তুতি: কটকে সিরিজ জয়ের অন্যতম তারকা শার্দূল ঠাকুরের সঙ্গে নিজস্বী বিরাট কোহালির। ভারত অধিনায়ক টুইট করলেন, ‘‘দারুণ করেছিস ঠাকুর।’’
নতুন বছরে পা দেওয়ার আগে বিরাট কোহালি নিয়ে বন্দনার আঁচ পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়া-পাকিস্তানের মতো দেশে।
অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের সরকারি ওয়েবসাইট যে গত দশ বছরের সেরা টেস্ট বিশ্ব একাদশ বেছে নিয়েছে, সেখানে তারা অধিনায়ক হিসেবে নাম রেখেছে কোহালির। আবার ওয়াঘার ও-পার থেকে পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার শোয়েব আখতার বলেছেন, ‘‘বিরাটকে দেখে শিখুক পাকিস্তানের ক্রিকেটারেরা।’’ তা ছাড়া পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের সঙ্গেও বিরাটের তুলনা করেছেন শোয়েব।
শোয়েব বলেছেন, ‘‘কোহালি ফিটনেস নিয়ে পাগল। ওর দল ওকে অনুসরণ করে। সবাই যদি জানে, অধিনায়ককে খুশি করার সুযোগ এক বারই পাওয়া যাবে, তা হলে সবাই সেরাটাই দেবে। ইমরান খানের সময়ও একই ব্যাপার ঘটত।’’ নিজের ইউ টিউব ভিডিয়োয় শোয়েব আরও বলেন, ‘‘ইমরান যখন অধিনায়ক ছিল, তখন একই ব্যাপার দেখতাম। ইমরান মাঠে এসে কারও কথা শুনত না। প্রথমেই পুরো মাঠে গোটা দশেক পাক দিত। তার পরে ২০-২৫ বার স্প্রিন্ট টানত। সব শেষে নেটে তিন ঘণ্টা বল করত। দলের বাকিদেরও জন্যও একই রুটিন ছিল।’’ আরও বলেন, ‘‘ইমরান হয়তো ভাল কৌশলী অধিনায়ক ছিল না, কিন্তু জানত কী ভাবে ম্যাচ উইনারদের নিয়ে দল বানাতে হয়।’’ শোয়েব মনে করেন, কোহালির মধ্যে অধিনায়ক ইমরানের সেই তীব্রতা রয়েছে। কোহালির দলও একই রাস্তায় হাঁটছে। শোয়েবের মন্তব্য, ‘‘ভারত কঠিন মানসিকতার অধিনায়ক পেয়েছে। যে মাঠে নিজেকে উজাড় করে দেয়, প্রচুর রান করে।’’
দশক-সেরা টেস্ট বিশ্ব একাদশ: অ্যালাস্টেয়ার কুক, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, বিরাট কোহালি (অধিনায়ক), এ বি ডিভিলিয়ার্স, বেন স্টোকস, ডেল স্টেন, স্টুয়ার্ট ব্রড, নেথান লায়ন, জেমস অ্যান্ডারসন।