২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে শিখরের। —ফাইল চিত্র
সব চেয়ে বয়স্ক ভারতীয় অধিনায়ক হতে চলেছেন শিখর ধওয়ন। ১৮ জুন তিনি যখন ভারতীয় দলকে নেতৃত্ব দিতে নামবেন, তখন তাঁর বয়স হবে ৩৫ বছর ২২৫ দিন। এত বেশি বয়সে ভারত অধিনায়কের দায়িত্ব কেউ পাননি।
এত দিন পর্যন্ত সব চেয়ে বেশি বয়সে ভারত অধিনায়ক হওয়ার কীর্তি ছিল মহিন্দর অমরনাথের দখলে। ৩৪ বছর ৩৭ দিন বয়সে অধিনায়ক হয়েছিলেন তিনি। অমরনাথকে টপকে যেতে চলেছেন শিখর। ভারতীয় টেস্ট দলকে নিয়ে ইংল্যান্ডে বিরাট কোহলী। এমন সময় তরুণ দলকে শ্রীলঙ্কায় নেতৃত্ব দেবেন শিখর। দলের প্রশিক্ষকের দায়িত্ব রাহুল দ্রাবিড়ের হাতে।
২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে শিখরের। ওপেনার হিসেবে রোহিত শর্মার সঙ্গে তাঁর জুটি ভারতকে বহু ম্যাচে সাফল্য এনে দিয়েছে। ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে সর্বাধিক রানের কৃতিত্ব রয়েছে শিখরের দখলে।
দলের প্রশিক্ষকের দায়িত্ব রাহুল দ্রাবিড়ের হাতে। তরুণ দলকে শ্রীলঙ্কায় নেতৃত্ব দেবেন শিখর। —ফাইল চিত্র
ওপেনার হিসেবে নিজের জায়গা ধীরে ধীরে পাকা করেছিলেন শিখর। মাঝে লোকেশ রাহুল, শুভমন গিলরা এসে যাওয়ায় দলে অনিয়মিত হয়ে পড়েন তিনি। তবে টি২০ বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণ করার সুযোগ তাঁর সামনে। দলকে নেতৃত্ব দেওয়া এবং রান করা দুই দিকেই নজর রাখতে হবে ‘গব্বর’-কে।