ত্রাতা: শেফিল্ডের বিরুদ্ধে গোল করে উল্লাস আগুয়েরোর। এএফপি
পরিবর্ত হিসেবে নেমে ৭৩ মিনিটে গোল করলেন সের্খিয়ো আগুয়েরো। তাঁর গোলে মঙ্গলবার ম্যাঞ্চেস্টার সিটি ১-০ হারাল শেফিল্ড ইউনাইটেডকে।
ম্যান সিটির ব্রাজিলীয় স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস প্রথমার্ধে পেনাল্টি নষ্ট করেন। তাঁর শট আটকান শেফিল্ড গোলরক্ষক ডিন হেন্ডারসন। লোনে ম্যান ইউ থেকে তাঁকে নিয়েছে শেফিল্ড। আর একটি ক্ষেত্রেও রাহিম স্টার্লিংয়ের শট বাঁচান হেন্ডারসন।
আগুয়েরো ৬৭ মিনিটে জেসুসের জায়গায় নেমেছিলেন। কেভিন দ্য ব্রুইনের সঙ্গে বারবার তিনি শেফিল্ড ডিফেন্সে ঝড় তোলেন। একমাত্র গোল হয় তাঁদের যুগলবন্দিতেই। ম্যান সিটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার শেষ তিন ম্যাচে এটা ষষ্ঠ গোল। এ দিন তাঁর একটি শট পোস্টে প্রতিহত হয়ে ফিরে আসে। আগুয়েরোকে নিয়ে উচ্ছ্বসিত ম্যান সিটি ম্যানেজার পেপ গুয়ার্দিওলা বলেন, ‘‘কুন (আগুয়েরোর ডাকনাম) অবিশ্বাস্য ছন্দে আছে। ভাল খেলার জন্য এই ছন্দটাই একজন স্ট্রাইকারের দরকার।’’ ম্যান সিটির পয়েন্ট ৫১। লিগ টেবলের এক নম্বর লিভারপুলের থেকে তারা ১৩ পয়েন্ট পিছনে রয়েছে।
এ দিকে, মঙ্গলবার ১০ জনের আর্সেনালকে হারাতে পারেনি চেলসি। ২৬ মিনিটে বক্সের মধ্যে বিশ্রী ফাউল করে লালকার্ড দেখেন আর্সেনালের দাভিদ লুইস। ২৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন চেলসির জর্জিনহো। ৬৩ মিনিটে অনেকটা দৌড়ে একক কৃতিত্বে ১-১ করেন গ্যাব্রিয়েল মার্তিনেলি। ৮৪ মিনিটে গোল করে ফের চেলসিকে ২-১ এগিয়ে দেন সিজ়ার আথপিলিকুয়েতা। ২-২ করেন আর্সেনালের হেক্টর বেলেরিন। এই ম্যাচে ট্যামি আব্রাহাম গোড়ালিতে চোট পান। ম্যানেজার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড বলেছেন, ‘‘আশা করি ওর চোট গুরুতর নয়।’’