COVID-19

দুঃখিত, ব্যথিত, উদ্বিগ্ন শেন ওয়ার্ন

বৃহস্পতিবার ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন আক্রান্ত হয়েছেন। এখনও অবধি কোভিডে মারা গিয়েছেন ২ লক্ষ ৩০ হাজার ১৬৮ জন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মে ২০২১ ২২:৩৮
Share:

শেন ওয়ার্ন। ফাইল ছবি

ভারতে ভয়াবহ কোভিড পরিস্থিতি নিয়ে চিন্তায় শেন ওয়ার্ন। বৃহস্পতিবার টুইটারে ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানান অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগ স্পিনার। ‘অসাধারণ’ ভারতবর্ষের অসহায় অবস্থা দেখে ব্যথিত ওয়ার্ন। ভারতীয়দের নিরাপদ ও সুস্থ থাকার আবেদন জানান তিনি।

Advertisement

ওয়ার্ন লেখেন, ‘এই ভয়ঙ্কর সময়ে আমার ভারতীয় বন্ধুদের জন্য চিন্তা হচ্ছে। নিরাপদে থাকুন আর নিজের পরিবারের খেয়াল রাখুন। খুব দুঃখ হচ্ছে ভারতের মতো অসাধারণ দেশকে এভাবে কষ্ট পেতে দেখে। ভারতের জন্য ভালবাসা আর আমার সমর্থন থাকল’।

বৃহস্পতিবার ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন আক্রান্ত হয়েছেন। এখনও অবধি কোভিডে মারা গিয়েছেন ২ লক্ষ ৩০ হাজার ১৬৮ জন।

Advertisement

অন্যদিকে, বৃহস্পতিবার কোভিড টিকা নেন শিখর ধওয়ন। টিকা নিয়ে ধওয়ন লেখেন, ‘সামনে থেকে যাঁরা কোভিডের বিরুদ্ধে লড়াই করছেন তাঁদের কুর্নিশ। যত তাড়াতাড়ি সম্ভব টিকা নিয়ে নিন এবং কোভিডের বিরুদ্ধে আমাদের জিততে সাহায্য করুন’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement