বিশ্বের সেরা স্পিনারদের একজন শেন ওয়ার্ন। সর্বোচ্চ উইকেট প্রাপকদের তালিকায় দ্বিতীয় তিনি। টেস্টে ৭০৮টি উইকেট পেয়েছেন ওয়ার্ন। সর্বকালের সেরা দশ জোরে বোলার বেছে নিলেন। তালিকায় কোনও ভারতীয়কে রাখেননি।
তালিকায় নাম রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ম্যালকম মার্শালের। ৮১টি টেস্টে ৩৭৬টি উইকেট নিয়েছেন তিনি।
কার্টলে অ্যাম্ব্রোজ রয়েছেন ওয়ার্নের তালিকায়। তিনি পেয়েছেন ৪০৫টি উইকেট। ৯৮টি টেস্ট ম্যাচ খেলেছেন ক্যারিবিয়ান জোরে বোলার।
মাইকেল হোল্ডিংকে তালিকায় রেখেছেন ওয়ার্ন। ৬০টি টেস্টে ২৪৯টি উইকেট নিয়েছেন তিনি।
সদ্য অবসর নেওয়া ডেল স্টেনও রয়েছেন এই তালিকায়। ৯৩টি টেস্টে ৪৩৯টি উইকেট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার এই জোরে বোলার।
তালিকায় আছেন অস্ট্রেলিয়ার ডেনিস লিলি। ৭০টি টেস্টে ৩৫৫টি উইকেট পেয়েছেন লিলি।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম রয়েছেন ওয়ার্নের তালিকায়। টেস্টে ৪১৪টি উইকেট পেয়েছেন তিনি।
প্রাক্তন সতীর্থ গ্লেন ম্যাকগ্রাকেও তালিকায় রেখেছেন ওয়ার্ন। ১২৪টি টেস্ট ম্যাচে ৫৬৩ উইকেট পেয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের রিচার্ড হেডলি রয়েছেন তালিকায়। ৮৬টি ম্যাচে ৪৩১ টি উইকেট পেয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার প্রাক্তন জোরে বোলার জেফ থমসনকে তালিকায় রেখেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার। ৫১টি টেস্ট খেলে ২০০ টি উইকেট পেয়েছেন তিনি।