আইসিসি-র নিয়ম নিয়ে আপত্তি তুলেছেন শাহিদ আফ্রিদি। —ফাইল চিত্র
করোনার জন্য বেশ কিছু নতুন বিধি নিয়ে এসেছে আইসিসি। তার ফলে বোলারদের টুপি, সানগ্লাসের মতো কোনও জিনিস আম্পায়ারদের হাতে দেওয়া যাবে না। ম্যাচের শেষে যদিও ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাচ্ছেন আম্পায়াররা। এখানেই আপত্তি তুলেছেন শাহিদ আফ্রিদি।
পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানসের হয়ে খেলেন আফ্রিদি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক টুইট করে বলেন, “প্রিয় আইসিসি, বোলারদের টুপি ধরার নিয়ম নেই আম্পায়ারদের, অথচ একই জৈব সুরক্ষা বলয়ে থেকে হাত মেলাতে ক্ষতি নেই।” ২০২০-২১ সালের জুলাই মাসে এই নতুন নিয়ম এনেছে আইসিসি।
এই নিয়মের পর থেকে বহু ক্রিকেটারকেই দুটো টুপি পরে মাঠে দেখা গিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে ৩টি টুপি পরতেও দেখা গিয়েছে কেন উইলিয়ামসনকে।
আইসিসি-র আরও একটি নিয়মে বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। বল পালিশ করতে থুতুর ব্যবহার পুরোপুরি বন্ধ করে দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। শুধু মাত্র ঘামের ব্যবহারকেই মান্যতা দিতে পারে আইসিসি।