হতাশা: চোটের জন্য ইউরো কাপে নেই সের্খিয়ো র্যামোস। ফাইল চিত্র
ইউরো কাপের জন্য সোমবার দল ঘোষণা করল স্পেন। যে দলে বর্ষীয়ান ডিফেন্ডার সের্খিয়ো র্যামোসকে রাখেননি স্পেনের কোচ লুইস এনরিকে। যদিও তিনি দলে নিয়েছেন স্টপার এমেরিক ল্যাপটকে। যিনি চলতি বছরেই ফরাসি নাগরিকত্ব ছেড়ে স্পেনের নাগরিকত্ব নিয়েছেন।
৩৫ বছরের রিয়াল মাদ্রিদ অধিনায়ক র্যামোস চলতি মরসুমে চোটের কারণে খুব বেশি ম্যাচও খেলেননি। পাঁচটি ম্যাচ খেলেন তিনি।
ইউরো কাপের জন্য ২৪ জনের দল ঘোষণা করে সাংবাদিক বৈঠকে স্পেনীয় কোচ এনরিকে এ প্রসঙ্গে বলেন, ‘‘র্যামোসের মতো ডিফেন্ডারকে বাদ দেওয়াটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল। ও চলতি মরসুমে এখনও খেলার মতো জায়গায় আসেনি। জানুয়ারি মাস থেকে খুব কমই অনুশীলন করেছে।’’ স্পেনের জাতীয় দলে র্যামোস না থাকার মাদ্রিদের কোনও ফুটবলারই রইল না এনরিকের দলে।
স্পেনের ঘোষিত দল:
গোলরক্ষক- দাভিদ দা হিয়া, উনাই সিমোন, রবের্ত স্যাঞ্চেস।
রক্ষণ- খোসে গেজা, এরিক গার্সিয়া, এমেরিক ল্যাপট, জর্দি আলবা, দিয়েগো লোরেন্তে, মার্কোস লোরেন্তে, সেসার আথপিলিকুয়েতা।
মাঝমাঠ- ফাবিয়ান রুইস, পেদ্রি, সের্খিয়ো বুস্কেৎস, রদ্রি হার্নান্দেস, কোকে, মার্কোস লোরেন্তে, থিয়াগো আলকান্তারা।
আক্রমণ- দানি ওলমো, মিকেল ওয়েরসাবাল, ফেরান তোরেস, জেরার মোরেনো, আলভারো মোরাতা, আদামা ত্রাওরে, পাবলো সারাবিয়া।