এস্তোনিয়া বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন জর্জিনো ওয়েনলদাম।—ছবি রয়টার্স।
জুভেন্টাসের মিডফিল্ডার অ্যারন র্যামসের জোড়া গোলের সৌজন্যে ওয়েলস ২-০ হারাল হাঙ্গেরিকে। সেই সঙ্গে ইউরোর মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল। ‘ই’ গ্রুপ থেকে ইতিমধ্যেই এক নম্বর দল হিসেবে যোগ্যতা অর্জন করেছে গত বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। রায়ান গিগ্সের দল নিশ্চিত করল দ্বিতীয় স্থান। ৮ ম্যাচে ১৪ পয়েন্ট তুলে।
ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করা বিশ্বফুটবলের বড় দলগুলি দাপট নিয়েই নিজেদের গ্রুপের খেলায় জিতেছে। ৬ গোল করে দিয়েছে বেলজিয়াম ও জার্মানি। আর নেদারল্যান্ডস ৫-০ হারিয়েছে এস্তোনিয়াকে। উত্তর আয়ারল্যান্ডের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন জার্মানির স্যাস নাব্রি। জোড়া গোল লিয়ন গোরেৎজ়কার। আট ম্যাচে জার্মানির পয়েন্ট ২১।
‘সি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে আগেই যোগ্যতা অর্জন করেছে নেদারল্যান্ডস। তাদের পয়েন্ট আট ম্যাচে ১৯। মঙ্গলবার ডাচ আক্রমণের ঝড়ে কার্যত উড়ে গেল এস্তোনিয়া। ভার্জিল ফান ডিকরা জিতলেন ৫-০। হ্যাটট্রিক করলেন জর্জিনো ওয়েনলদাম। এ দিকে, সাইপ্রাসের বিরুদ্ধে বেলজিয়ামের ৬-১ জয়ে দু’টি করে গোল ক্রিস্তিয়ঁ বেনতেকে ও কেভিন দে ব্রুইনের। যোগ্যতা অর্জন রাউন্ডে অবিশ্বাস্য রকম ভাল খেলল রবার্তো মার্তিনেজ়ের দল। গ্রুপে দশটি ম্যাচই বেলজিয়াম জিতেছে। সঙ্গে গোল করেছে মোট ৪০টি।
টটেনহ্যামের নতুন ম্যানেজার মোরিনহো: অবশেষে নতুন চাকরি পেলেন জোসে মোরিনহো। বরখাস্ত হওয়া মাউরিসিয়ো পচেত্তিনোর জায়গায় পর্তুগিজ কোচকে নতুন ম্যানেজার করল টটেনহ্যাম হটস্পার। টটেনহ্যাম তাঁর সঙ্গে ২০২২-’২৩ মরসুমের শেষ পর্যন্ত চুক্তি করল। পচেত্তিনো ২০১৪-তে সাউদাম্পটন থেকে টটেনহ্যামে আসেন। তাঁর সময় স্পার্স ট্রফি না জিতলেও গত বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ওঠে। কিন্তু হালফিলে ইংলিশ প্রিমিয়ার লিগ ও অন্য টুর্নামেন্টে খুবই খারাপ ফল করেছে হ্যারি কেনদের ক্লাব।