wrestling

অলিম্পিক্সের টিকিট পেলেন সীমা বিসলা, মহিলাদের কুস্তিতে নতুন নজির ভারতের

সেমিফাইনালে সীমাকে পড়তে হয়েছিল কঠিন লড়াইয়ের সামনে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ মে ২০২১ ১৭:২০
Share:

সীমা বিসলা। ফাইল ছবি

অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করলেন কুস্তিগির সীমা বিসলা। ভারতের চতুর্থ মহিলা কুস্তিগির হিসেবে টোকিয়োর টিকিট পেলেন তিনি। বুলগেরিয়ার সোফিয়ায় বিশ্ব অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বের ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠে এই কৃতিত্ব অর্জন করেন। পুরুষ বিভাগে আগেই অলিম্পিক্সের টিকিট পাওয়া সুমিত মালিক অবশ্য ফাইনালে খেলতে পারেননি। হাঁটুর চোটের জন্য প্রতিপক্ষকে ম্যাচ ছেড়ে দেন।

Advertisement

সেমিফাইনালে সীমাকে পড়তে হয়েছিল কঠিন লড়াইয়ের সামনে। পোল্যান্ডের লুকাসিয়াকের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন তিনি, যিনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে ২-১ পয়েন্টে জেতেন সীমা। ফাইনালে তাঁকে লড়তে হবে ইকুয়েডরের লুসিয়া গুজম্যানের বিরুদ্ধে।

সীমার আগে অলিম্পিক্সের টিকিট পেয়েছেন বিনেশ ফোগাট (৫৩ কেজি), অংশু মালিক (৫৭ কেজি) এবং সোনম মালিক (৬২ কেজি)। এই প্রথম বার চার মহিলা কুস্তিগির লড়তে চলেছেন অলিম্পিক্সে।

Advertisement

এদিকে, জাতীয় কুস্তি কোচ জগমন্দর সিং জানিয়েছেন, জাতীয় শিবিরে অনুশীলনের সময়েই হাঁটুতে চোট পেয়েছিলেন সুমিত। তাঁর সেই ব্যথাই বেড়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement