SC East Bengal

SC East Bengal: প্রথম প্রস্তুতি ম্যাচে জয় পেল এসসি ইস্টবেঙ্গল, গোল করলেন শুভ, হাওকিপরা

ম্যাচের প্রথমার্ধে ৩৮ মিনিটে সিমবই হাওকিপের করা গোলে এগিয়ে যায় এসসি ইস্টবেঙ্গল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২১ ১৩:৪৯
Share:

জিতে শুরু করল এসসি ইস্টবেঙ্গল। ছবি: টুইটার থেকে

প্রথম প্রস্তুতি ম্যাচে জিতল এসসি ইস্টবেঙ্গল। ভাস্কো স্পোর্টস ক্লাবকে ৩-১ গোলে হারাল তারা।

গোয়ায় প্রস্তুতি শুরু করার পর এটাই ছিল এসসি ইস্টবেঙ্গলের প্রথম প্রস্তুতি ম্যাচ। শনিবার সকালে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সালগওকরের মুখোমুখি হবে লাল-হলুদ ক্লাব।

Advertisement

ম্যাচের প্রথমার্ধে ৩৮ মিনিটে সিমবই হাওকিপের করা গোলে এগিয়ে যায় এসসি ইস্টবেঙ্গল। ডানদিক থেকে ভেসে আশা ক্রসে হেড করে গোল করেন হাওকিপ।

৫৪ মিনিটে ব্যবধান বাড়ান শুভ ঘোষ। ফের ডানদিক থেকে বাড়ানো বলে পা ছুঁয়ে গোল করেন শুভ।

Advertisement

৮৪ মিনিটে ব্যবধান কমায় ভাস্কো। ৮৭ মিনিটে তরুণ ফুটবলার সিদ্ধান্ত শিরোকদারের করা গোলে ব্যবধান বাড়ায় এসসি ইস্টবেঙ্গল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement