Indian Football

Indian Football: চিনা তাইপেকে হারিয়ে ফের চমক ভারতের মেয়েদের

আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে দিন কয়েক আগেই বাহরিনকে ৫-০ চূর্ণ করার পরে এ বার ফিফা ক্রমপর্যায়ে এগিয়ে থাকা চিনা তাইপে-কে হারাল ভারতের মেয়েরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২১ ০৭:২৬
Share:

ছবি: টুইটার

ভারতীয় মহিলা ফুটবল দলের চমক অব্যাহত। আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে দিন কয়েক আগেই বাহরিনকে ৫-০ চূর্ণ করার পরে এ বার ফিফা ক্রমপর্যায়ে এগিয়ে থাকা চিনা তাইপে-কে হারাল ভারতের মেয়েরা। ম্যাচের ফল ভারতের পক্ষে ১-০। প্রথমার্ধের তিন মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন রেণু।

Advertisement

মহিলাদের ফিফা ক্রমপর্যায়ে ভারত রয়েছে ৫৭ নম্বরে। চিনা তাইপে ৪০ নম্বরে। ফলে এই জয় তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ভারতীয় মহিলা দলের কোচ থোমাস দেনারবি। তাঁর কথায়, ‍‘‍‘চিনা তাইপের বিরুদ্ধে ম্যাচটা ছিল আমাদের কঠিন পরীক্ষা। কারণ, ওরা বেশ আক্রমণাত্মক ফুটবল খেলতে অভ্যস্ত। তার উপরে আমাদের চেয়ে ফিফা ক্রমপর্যায়ে এগিয়েও রয়েছে। তাই এই জয় মেয়েদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে উৎসাহ দেবে।’’ দেনারবির প্রশিক্ষণে এই নিয়ে চতুর্থ ম্যাচ খেলল ভারত। তার মধ্যে তিনটিতেই জিতেছে দল। চার ম্যাচে ভারত গোল করেছে ১০টি। খেয়েছে মাত্র দু’টি।

বাহরিনের হামাদ টাউন স্টেডিয়ামে ভারতকে এগিয়ে দেওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন রেণু। কিন্তু ডালিমার থেকে পাওয়া বল ধরে তিনি অফসাইডে চলে যাওয়ায় সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। গোল খাওয়ার পরে তা শোধ করার জন্য মরিয়া হয়ে উঠেছিল চিনা তাইপে। ১৭ মিনিটে তাদের ফরোয়ার্ড তিং শি গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন। কিন্তু তাঁর সেই প্রয়াস রুখে দেন ভারতীয় গোলরক্ষক অদিতি চৌহান। ৩০ মিনিটে অদিতি একই ভাবে ব্যর্থ করেন বিপক্ষের সু ইয়ু-সুয়ানের গোল করার প্রচেষ্টাকে। ৬০ মিনিটে চিনা তাইপের লি সিউ-শিনও ভারতীয় গোলের সামনে এসে অদিতিকে পরাস্ত করতে ব্যর্থ হন।

Advertisement

দ্বিতীয়ার্ধের শুরুতেই ভারতের ইন্দুমতী ফের ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন। কিন্তু এ বারও অফসাইডের কারণে গোল হয়নি। অন্তিম লগ্নে চিনা তাইপের চেন ইয়েন-পিংয়ের শট অদিতি ঝাঁপিয়ে
তালুবন্দি করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement