সচিনের লিগে এ বার সৌরভ

বাইশ গজে বহু যুদ্ধে দেশকে জিতিয়েছে যে জুটি, ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ওপেনিং জুটি বলে ধরা হয় যাঁদের, বাইশ গজেই তাঁদের আবার দেখা হয়ে যাচ্ছে! সচিন রমেশ তেন্ডুলকর প্রস্তাবিত বৈপ্লবিক টি-টোয়েন্টি লিগে নাম লিখিয়ে ফেললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শোনা গেল, মঙ্গলবারই সৌরভের কাছে নতুন এই টি-টোয়েন্টি লিগের ফর্ম এসে পৌঁছয়। সৌরভ সম্মতি দিয়ে তাতে সইও করে দেন। যার মানে আবার ব্যাট-প্যাড-গ্লাভসের পৃথিবীতে আবির্ভাব ঘটতে চলেছে দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২০ মে ২০১৫ ০৩:০৮
Share:

বাইশ গজে বহু যুদ্ধে দেশকে জিতিয়েছে যে জুটি, ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ওপেনিং জুটি বলে ধরা হয় যাঁদের, বাইশ গজেই তাঁদের আবার দেখা হয়ে যাচ্ছে!
সচিন রমেশ তেন্ডুলকর প্রস্তাবিত বৈপ্লবিক টি-টোয়েন্টি লিগে নাম লিখিয়ে ফেললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
শোনা গেল, মঙ্গলবারই সৌরভের কাছে নতুন এই টি-টোয়েন্টি লিগের ফর্ম এসে পৌঁছয়। সৌরভ সম্মতি দিয়ে তাতে সইও করে দেন। যার মানে আবার ব্যাট-প্যাড-গ্লাভসের পৃথিবীতে আবির্ভাব ঘটতে চলেছে দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়কের। আন্তর্জাতিক ক্রিকেট, আইপিএল থেকে সরে যাওয়ার পর আবার।
এখানেই শেষ নয়। ক্রিকেটমহলের জল্পনা সত্যি হলে, সৌরভ শুধু নন। সচিন-ওয়ার্ন প্রস্তাবিত লিগে ভারতীয় ক্রিকেটের আরও বেশ কয়েক জন মহাতারকাকে দেখা যেতে পারে। যেমন রাহুল দ্রাবিড়। যেমন ভিভিএস লক্ষ্মণ। অনিল কুম্বলে। অবসরপ্রাপ্ত বিদেশি ক্রিকেটারদের মধ্যেও বেশ কিছু পরিচিতকে দেখতে পাওয়ার সম্ভাবনা। ব্রায়ান লারা, রিকি পন্টিং, ম্যাথু হেডেন, অ্যালান ডোনাল্ড, ব্রেট লি, মাহেলা জয়বর্ধনে— প্রচুর নাম শোনা যাচ্ছে। জয়বর্ধনে এবং লি-র ঘনিষ্ঠদের কেউ কেউ প্রস্তাব আসার কথা প্রকাশ্যে বলেও দিয়েছেন।

Advertisement

আপাতত যা খবর, তাতে মোট আঠাশ জন অবসরপ্রাপ্ত ক্রিকেটারের সঙ্গে কথা বলা হচ্ছে। আগামী সাড়ে তিন বছর ধরে চলবে টুর্নামেন্ট। প্রথম পর্বের জন্য ভাবা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলিস, নিউ ইয়র্কের মতো গোটা কয়েকটা শহর। এখনও পর্যন্ত খসড়া যা, তাতে অগস্ট-সেপ্টেম্বর নাগাদ টুর্নামেন্টের প্রথম পর্ব হতে পারে। দু’টো টিমে নাকি ক্রিকেটারদের ভাগ করা হবে। আগামী দু’বছরে আটটা ম্যাচ করার পরিকল্পনা করা হয়েছে। ঘটনা হল, আদতে এগুলো প্রদর্শনী ম্যাচ হলেও আইসিসির অনুমোদন এর লাগবে। আইসিসি জানিয়েও দিয়েছে যে, এমন লিগের কথা এখনও পর্যন্ত তারা শুনেছে মাত্র। সরকারি ভাবে তাদের কিছু বলা হয়নি। প্রস্তাব এলে আইসিসি ভেবে দেখবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement