(বাঁ দিকে) চিরাগ শেট্টি ও সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি। ছবি: এক্স।
তাঁদের র্যাকেটে পদক জয়ের আশা করছে ভারত। প্রথম রাউন্ডে নিরাশ করল না ভারতের ব্যাডমিন্টন জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। প্রথম রাউন্ডে স্ট্রেট গেমে (২১-১৭, ২১-১৪) জিতলেন তাঁরা। ফরাসি প্রতিপক্ষকে হারাল ভারতীয় জুটি।
ফ্রান্সের করভি লুকাস ও লাবার রোনান জুটির বিরুদ্ধে নেমেছিলেন সাত্ত্বিকেরা। শুরু থেকে খেলা টান টান চলছিল। কোনও জুটিই এক টানা পয়েন্ট পাচ্ছিলেন না। হয়তো নিজেদের প্রথম অলিম্পিক্সে নামায় চাপ কিছুটা বেশি ছিল ভারতীয় জুটির উপর। ধীরে ধীরে সেই চাপ কমলে চেনা ছন্দে ফিরলেন তাঁরা।
চিরাগ নেটে ও সাত্ত্বিক বেসলাইনে খেলছিলেন। লম্বা র্যালি খেলতে শুরু করেন তাঁরা। ফলে চাপে পড়ে যায় ফরাসি জুটি। ভুল করতে শুরু করেন তাঁরা। ২৩ মিনিটের লড়াইয়ে ২১-১৭ পয়েন্টে প্রথম গেম জিতে নেন সাত্ত্বিকেরা।
দ্বিতীয় গেমেও প্রথম গেমের রিপ্লে দেখা যায়। যত সময় গড়ায় তত দাপট দেখান সাত্ত্বিকেরা। দ্রুত পয়েন্ট তুলতে শুরু করেন তাঁরা। একটা সময়ে ১৬-১০ পয়েন্টে এগিয়ে ছিল ভারতীয় জুটি। হাল ছাড়েননি লুকাসেরা। লড়াই করলেও ভারতীয় জুটির বিরুদ্ধে অসহায় দেখাচ্ছিল তাঁদের। দ্বিতীয় গেমও ২৩ মিনিটে শেষ হয়। ২১-১৪ পয়েন্টে জিতে পরের রাউন্ডে যান সাত্ত্বিক ও চিরাগ।