Saqlain Mustaq

‘দুসরা’ নামের উৎপত্তি রহস্য ফাঁস করলেন সাকলিন

প্রাক্তন পাক স্পিনার সাকলিন তাঁর ইউটিউব চ্যানেলে ‘দুসরা’র নামকরণের রহস্য ফাঁস করেছেন। তিনি জানিয়েছেন, প্রাক্তন পাক উইকেট কিপার মইন খান নাম দিয়েছিলেন ‘দুসরা’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০২০ ১২:২৭
Share:

সাকলিনের দুসরা ব্যাটসম্যানদের রাখত আতঙ্কে। —ফাইল চিত্র।

দুসরা আবিষ্কার করেছিলেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার সাকলিন মুস্তাক। সেই সময়ে বিশ্বের নামী সব ব্যাটসম্যানরা দুসরা সামলাতে বেগ পেয়েছিলেন। এই দুসরা নামটা এল কী ভাবে? কে দিয়েছিলেন দুসরা নাম? প্রাক্তন পাক স্পিনার তাঁর ইউটিউব চ্যানেলে ‘দুসরা’র নামকরণের রহস্য ফাঁস করেছেন। সাকলিন জানিয়েছেন, প্রাক্তন পাক উইকেট কিপার মইন খান নাম দিয়েছিলেন ‘দুসরা’।

Advertisement

উইকেটের পিছনে দাঁড়িয়ে মইন প্রাক্তন পাক অফ স্পিনারকে বলে দিতেন, কখন ‘দুসরা’ করতে হবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে খেলার সময়ে মইন উইকেটের পিছন থেকে সাকলিনকে ‘দুসরা’ দেওয়ার পরামর্শ দিতেন। সাকলিনও সেই মতো ‘দুসরা’ দিতেন।

আরও পড়ুন: ভেঙে পড়া আমগাছ টেনে তুলে দাদার কীর্তি​

Advertisement

আরও পড়ুন: ম্যান্ডেলার দেশে বিরাটদের ঝটিকা সফরের উদ্যোগ

প্রাক্তন অফ স্পিনার বলছেন, ‘‘ইংল্যান্ড, অস্ট্রেলয়া, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে খেলার সময়ে মইন খান দুসরা দেওয়ার কথা বললেও, ভারত বা বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে দুসরা দেওয়ার কথা বলত না। কারণ ভারত ও বাংলাদেশের ক্রিকেটাররা দুসরা শব্দটার সঙ্গে পরিচিত ছিল।’’ পরবর্তীকালে বিশ্বের অন্যান্য অফ স্পিনাররাও দুসরা প্রয়োগ করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement