সঞ্জয় মঞ্জরেকর জড়িয়ে পড়েছিলেন বেশ কিছু বিতর্কে। ছবি টুইটার থেকে নেওয়া।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ধারাভাষ্যকারদের প্যানেল থেকে বাদ পড়েছেন সঞ্জয় মঞ্জরেকর। এ বিষয়ে সোশ্যাল মিডিয়া নানা মন্তব্য করলেও বিষয়টি পেশাদারিত্বের সঙ্গেই মেনে নিতে চাইছেন প্রাক্তন ক্রিকেটার।
এক দশকেরও বেশি সময় ধরে বোর্ডের ধারাভাষ্যকারদের প্যানেলে আছেন সঞ্জয় মঞ্জরেকর। দেশের সবচেয়ে অভিজ্ঞ ধারাভাষ্যকারদের মধ্যে পড়েন তিনি। তাই বোর্ডের তালিকা থেকে তাঁর নাম বাদ পড়ায় বিস্মিত ক্রিকেটমহল। বিবিসিআইয়ের একটি সূত্র বলছে, তাঁর কাজে বোর্ড নাকি সন্তুষ্ট নয়। সেই কারণেই ছেঁটে ফেলা হয়েছে তাঁকে। বৃহস্পতিবার ধর্মশালায় ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম একদিনের ম্যাচে উপস্থিত ছিলেন না মঞ্জরেকর। সেই ম্যাচ অবশ্য বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। স্থগিত হয়ে পড়া আইপিএলেও বোর্ডের ধারাভাষ্যের দলে জায়গা হয়নি তাঁর।
আরও পড়ুন: করোনা নিয়ে সচেতন নয় চেন্নাই, দাবি অশ্বিনের
আরও পড়ুন: করোনা আতঙ্কে নিষেধাজ্ঞার জের, জার্মানিতে আটকে বিশ্বনাথন আনন্দ
মঞ্জরেকর অবশ্য সহজ ভাবে নিতে চাইছেন বিষয়টা। তিনি টুইট করেছেন, “ধারাভাষ্যকে সবসময়ই দুর্দান্ত সুযোগ হিসেবে দেখেছি। কিন্তু তা কখনই অধিকার বলে দেখিনি। আমাকে নেওয়া হবে কি না, তা সবসময়ই নিয়োগকর্তাদের ব্যাপার। আর সেটাকে আমি সম্মান জানাচ্ছি। হয়তো বিসিসিআই আমার পারফরম্যান্স নিয়ে এখন খুশি নয়। আর পেশাদার হিসেবে আমাকে সেটা মানতে হবে।”
গত বছর ধারাভাষ্যকার হিসেবে বেশ কিছু বিতর্কে জড়িয়ে পড়েছিলেন মঞ্জরেকর। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, সম্ভবত সেই কারণেই তাঁকে বাদ পড়তে হল তালিকা থেকে।