চোট পেলেন সন্দেশ। ছবি টুইটার
ক্রোয়েশিয়ার লিগে প্রথম ম্যাচ খেলতে আরও অপেক্ষা করতে হবে সন্দেশ ঝিঙ্গনকে। রিজেকা এফসি-র বিরুদ্ধে ম্যাচের ৩০ ঘণ্টা আগে চোট পেলেন ভারতীয় ডিফেন্ডার। ফলে অভিষেকের স্বপ্ন আরও দীর্ঘায়িত হল।
এটিকে মোহনবাগান থেকে কিছুদিন আগেই ক্রোয়েশিয়ার ক্লাব এইচএনকে সিবেনিক-এ যোগ দিয়েছেন সন্দেশ। প্রথম ভারতীয় হিসেবে ক্রোয়েশিয়ার ঘরোয়া লিগে খেলতে চলেছেন তিনি। তবে দলের কোচ মারিয়ো রোসাস জানিয়েছেন, চোটের কারণে পরের ম্যাচে সন্দেশকে পাওয়া যাবে না।
মারিয়ো জানিয়েছেন, সন্দেশের এমআরআই হয়েছে। তাঁকে খেলানো নিয়ে ডাক্তারদের মধ্যেও মতবিরোধ তৈরি হয়েছে। কেউ কেউ জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই অনুশীলন শুরু করতে পারবেন সন্দেশ। মারিয়োয় আশা, সন্দেশের চোট গুরুতর নয়। তিনি এ-ও জানিয়েছেন, সন্দেশের সই করার চূড়ান্ত কাগজপত্র এখনও তৈরি হয়নি।
গত মরসুমে প্রথম ডিভিশনে ফিরে এসেছে সিবেনিক। ষষ্ঠ স্থানে শেষ করেছিল তারা। অল্পের জন্য ইউরোপের প্রতিযোগিতায় খেলার সুযোগ হাতছাড়া হয়। আশা করা হচ্ছে, আগামী রবিবার ইস্ত্রা ১৯৬১-এর বিরুদ্ধে অভিষেক হতে পারে সন্দেশের। তাদের পরের ম্যাচ ডায়নামো জাগ্রেবের সঙ্গে, যারা নিয়মিত চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপা লিগে খেলে।