ইস্টবেঙ্গল ক্লাবের চুক্তি জট কাটার কোনও লক্ষণ নেই। এই ফাইল ছবি
ইস্টবেঙ্গল ক্লাবের চুক্তি জট কাটার কোনও লক্ষণ নেই। এই পরিপ্রেক্ষিতে শ্রী সিমেন্টের পক্ষ থেকে আরও একবার জানিয়ে দেওয়া হল, আগামী তিন-চার দিনের বেশি তারা অপেক্ষা করবে না।
শ্রী সিমেন্টের কর্ণধার হরিমোহন বাঙ্গুরের কাছে রবিবার আনন্দবাজার অনলাইনের তরফ থেকে জানতে চাওয়া হয়, তাঁরা ইস্টবেঙ্গলকে আর কত দিন সময় দেবেন? তিনি বললেন, ‘‘অগস্টের মধ্যে তো একটা সিদ্ধান্তে আসতেই হবে। আইএসএল-এর তরফ থেকে ৩১ অগস্ট শেষ দিন বেঁধে দেওয়া হয়েছে। তাই আর চার-পাঁচ দিনের মধ্যে যা করার করতে হবে। কাজেই আমরা সময় দেওয়ার কেউ নই। ক্লাবও সময় দেওয়ার কেউ নয়। সময় তো আইএসএল দিয়ে দিয়েছে।’’
ভবিষ্যৎ নিয়ে তিনি যে হতাশ, সেটা শ্রী সিমেন্ট কর্তার কথাতেই পরিষ্কার। বললেন, ‘‘জানি না ভবিষ্যতে কী হবে। চার-পাঁচ দিনের মধ্যে একটা সিদ্ধান্তে আসতেই হবে।’’