US open

Samir Banerjee: প্রথম সেট হেরেও দারুণ প্রত্যাবর্তন, ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে সমীর

প্রথম সেটে ৫-৭ ব্যবধানে হারেন সমীর। এরপর প্রতিপক্ষকে বিশেষ সুযোগ দেননি তিনি। বাকি দুটি সেটই জেতেন ৬-২, ৬-২ ব্যবধানে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২১ ০০:০৬
Share:

সমীর বন্দ্যোপাধ্যায় ফাইল চিত্র

ইউএস ওপেনে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সমীর বন্দ্যোপাধ্যায়। ম্যাক্স কাসিনোস্কির বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে খেলতে নেমেছিলেন সমীর। তিন সেটের লড়াইয়ে প্রথম সেট হারলেও পরের দুটি সেটে জিতে কোয়ার্টার ফাইনালের রাস্তা পাকা করেন প্রবাসী বাঙালী এই টেনিস তারকা।

Advertisement

প্রথম সেটে ৫-৭ ব্যবধানে হারেন সমীর। এরপর প্রতিপক্ষকে বিশেষ সুযোগ দেননি তিনি। বাকি দুটি সেটই জেতেন ৬-২, ৬-২ ব্যবধানে।

প্রথম রাউন্ডে ‘বাই’ পাওয়ার পর রেবার্গের বিরুদ্ধে সহজে জিতে প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন সমীর। বুধবার কোয়ার্টার ফাইনালেও পৌঁছে গেলেন তিনি। তবে শুধু সিঙ্গলস নয় ডাবলসেও খেলছেন সমীর। সতীর্থ ওজান কোলাকের সঙ্গে জুটি বেধে কোয়ার্টার ফাইনালে খেলবেন দ্বিতীয় বাছাই এই জুটি।

Advertisement

উইম্বলডনে জুনিয়র চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই সমীরকে অন্য মেজাজে দেখা যাচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement