Samir Banerjee

Samir Banerjee: ইউএস ওপেন জুনিয়রের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন সমীর বন্দ্যোপাধ্যায়

প্রথম রাউন্ডে ‘বাই’ পেয়েছিলেন সমীর। দ্বিতীয় রাউন্ডে তাঁর সামনে পড়তে পারতেন জার্মানির লিও বর্গ, যিনি ১১ বার গ্র্যান্ড স্ল্যামজয়ী বিয়র্ন বর্গের ছেলে। কিন্তু প্রথম রাউন্ডেই লিয়ো হেরে যান রেবার্গের কাছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২১ ১৫:৩৭
Share:

ইউএস ওপেনে খেলছেন সমীর। ছবি টুইটার

ইউএস ওপেনের জুনিয়র বয়েজ বিভাগের প্রি-কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন আমেরিকার বাঙালি টেনিস খেলোয়াড় সমীর বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি হারিয়ে দেন জার্মানির খেলোয়াড় ম্যাক্স হান্স রেবার্গকে। ম্যাচের ফল ৬-০, ৬-৪।

Advertisement

প্রথম রাউন্ডে ‘বাই’ পেয়েছিলেন সমীর। দ্বিতীয় রাউন্ডে তাঁর সামনে পড়তে পারতেন জার্মানির লিয়ো বর্গ, যিনি ১১ বার গ্র্যান্ড স্ল্যামজয়ী বিয়র্ন বর্গের ছেলে। কিন্তু প্রথম রাউন্ডেই লিয়ো হেরে যান রেবার্গের কাছে। তবে সমীরের পক্ষে রেবার্গকে হারাতে বিশেষ সমস্যায় পড়তে হয়নি। মাত্র এক ঘণ্টা পাঁচ মিনিটের লড়াইয়ে প্রতিপক্ষকে হারিয়ে দেন সমীর। প্রথম সেটে বিপক্ষকে কোনও গেম পেতে দেননি। দ্বিতীয় রাউন্ডে ঘুরে দাঁড়ান রেবার্গ। কিন্তু সমীরকে বেকায়দায় ফেলতে পারেননি তিনি।

প্রি-কোয়ার্টার ফাইনালে ম্যাক্স কাসিনোস্কির মুখোমুখি হবেন সমীর। বুধবার রাতের দিকে রয়েছে সেই খেলা। ডাবলসেও প্রতিনিধিত্ব করছেন সমীর। স্বদেশি সতীর্থ ওজান কোলাকের সঙ্গে খেলবেন তিনি। সেখানেও প্রথম রাউন্ডে বাই পেয়েছেন সমীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement