সাইনা-সিন্ধু এগোলেন, হার লিন ড্যানের

সাইনা ২১-১২, ২১-১৩ হারালেন যুক্তরাষ্ট্রের বেইওয়েন ঝ্যাং-কে। তাঁর লড়াই এ বার জাপানের আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে। যাঁর কাছে শেষ তিন বার হেরেছেন সাইনা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৭ ০৪:২৪
Share:

চিনা ওপেন সুপার সিরিজে সহজেই দ্বিতীয় রাউন্ডে উঠলেন সাইনা নেহওয়াল। প্রথম রাউন্ডে জিতেছেন পিভি সিন্ধুও। তবে নিজের দেশে হওয়া টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার কিংবদন্তি লিন ড্যান প্রথম রাউন্ডেই হেরে ছিটকে গিয়েছেন।

Advertisement

সাইনা ২১-১২, ২১-১৩ হারালেন যুক্তরাষ্ট্রের বেইওয়েন ঝ্যাং-কে। তাঁর লড়াই এ বার জাপানের আকানে ইয়ামাগুচির বিরুদ্ধে। যাঁর কাছে শেষ তিন বার হেরেছেন সাইনা। সিন্ধু জিতেছেন জাপানের সায়াকা সাতোর বিরুদ্ধে। ফল ২৪-২২, ২৩-২১। এ ছাড়া সিঙ্গলসে ভারতের এইচ এস প্রণয়ও জিতেছেন।

অপ্রত্যাশিত ছিল তিন বারের অলিম্পিক্স সোনাজয়ী ৩৪ বছর বয়সি লিন ড্যানের ছিটকে যাওয়া। বিশ্বের ১৭ নম্বর ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টির বিরুদ্ধে ১৯-২১, ১৬-২১ হারেন তিনি। ‘সুপার ড্যান’, যাঁকে অনেকেই ব্যাডমিন্টনের সর্বকালের সেরা খেলোয়াড় বলেন, তাঁর হারের পরে এ বার অবসর নেওয়ার সময় হয়েছে কি না সেই প্রশ্নও উঠে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement