saina nehwal

Saina Nehwal: উত্তর প্রদেশে জেলা পঞ্চায়েতে বিজেপি-র জয়ে যোগীকে শুভেচ্ছা জানিয়ে বিতর্কে সাইনা, ক্ষুব্ধ অনুরাগীরা

গত বছর জানুয়ারিতে বিজেপি-তে যোগ দিয়েছিলেন সাইনা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জুলাই ২০২১ ১৯:৩৫
Share:

বিপদে সাইনা নেহওয়াল। ফাইল ছবি

সাইনা নেহওয়ালকে নিয়ে হঠাৎই শুরু হল বিতর্ক। উত্তর প্রদেশে জেলা পঞ্চায়েতে বিজেপি-র বিপুল জয়ের পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন সাইনা। তাতেই চটেছেন নেটাগরিকরা।

Advertisement

আগামী বছর উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। তার আগে রবিবার প্রকাশিত হয় জেলা পঞ্চায়েতের ফলাফল। সেখানে ৭৫টি আসনের মধ্যে ৬৭টি আসনে জয় পায় বিজেপি।

তারপরেই সাইনা টুইটে লেখেন, ‘উত্তর প্রদেশের জেলা পঞ্চায়েত নির্বাচনে বিপুল জয়ের জন্য যোগি আদিত্যনাথকে হার্দিক শুভেচ্ছা’। প্রসঙ্গত, গত বছর জানুয়ারিতে বিজেপি-তে যোগ দিয়েছিলেন সাইনা।

Advertisement

তাঁকে ‘সরকারি শাটলার’ বলে কটাক্ষ করেছেন রাষ্ট্রীয় লোকদলের সভাপতি জয়ন্ত চৌধুরি। বিজেপি-বিরোধী আরও কিছু রাজনীতিবিদেরও কটাক্ষের শিকার হয়েছেন সাইনা।

শুধু সাইনা নন, তাঁর অনুগামীরাও এ নিয়ে ক্ষুব্ধ। কেউ লিখেছেন, ‘বিজেপি-তে গিয়ে যাবতীয় জনপ্রিয়তা আপনি হারিয়ে ফেলেছেন! সমর্থক হিসেবে আপনার প্রতি আমার দুঃখ হয়’। আর একজন লিখেছেন, ‘গ্যাস, ডিজেল, পেট্রল, রান্নার তেলের বিপুল দাম বৃদ্ধি নিয়েও কি এবার কিছু বলবেন সাইনা? কাকে কৃতিত্ব দেবেন এর জন্য’?

এক নেটাগরিক লিখেছেন, ‘কোভিডের বাড়বাড়ন্তের সময় উত্তর প্রদেশের গঙ্গা দিয়ে যখন মৃতদেহ ভেসে যেত, তখন আপনার কোনও টুইট দেখিনি কেন?’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement