যন্ত্রণা: সতীর্থের চোখে জল। সান্ত্বনা দিচ্ছেন জেমাইমা। ছবি: এপি।
বিশ্বকাপ ফাইনালে পৌঁছনোর পরে স্বপ্নভঙ্গের কাহিনি ভারতীয় ক্রিকেটে নতুন কিছু নয়। ভারতের ছেলে এবং মেয়েদের দলকে অতীতে এই অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে। এ বার হরমনপ্রীত কৌরদেরও শূন্য হাতে ফিরতে হচ্ছে অস্ট্রেলিয়া থেকে। কিন্তু যে দাপট দেখিয়ে ভারতীয় মেয়েরা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল, তা ভুলতে পারছেন না অনেকেই। সচিন তেন্ডুলকর থেকে বিরাট কোহালি— সবাই পাশে দাঁড়াচ্ছেন হরমনপ্রীত, স্মৃতি মন্ধানা, শেফালি বর্মাদের।
অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়ে রবিবার সচিন টুইট করেছেন, ‘‘টিম ইন্ডিয়ার জন্য একটা খারাপ দিন গেল। তবে আমাদের দলটা তরুণ। এই দল ভবিষ্যতে আরও জমাট বাঁধবে।’’ বিশ্ব ক্রিকেটে ভারতীয় মেয়েদের দাপট দেখে গর্ববোধ করছেন সচিন। তিনি লিখেছেন, ‘‘বিশ্ব জুড়ে অনেকের কাছেই এখন তোমরা অনুপ্রেরণা। তোমরা আমাদের গর্ব। পরিশ্রম করে যাও। কখনও আশা ছেড়ো না। এক দিন না এক দিন স্বপ্নপূরণ হবেই।’’
গর্বিত ভারত অধিনায়ক বিরাট কোহালিও। ফাইনালের পরে কোহালি টুইট করেন, ‘‘এই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মেয়েরা যে খেলাটা খেলেছে, তার জন্য গর্ববোধ করছি। আমি নিশ্চিত, তোমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।’’
আরও পড়ুন: সংহারে স্বপ্নভঙ্গ: ওয়ান্ডারার্সে গিলি, মেলবোর্নে হিলি