Sachin Tendulkar

Sachin Tendulkar: এ বার কি গায়ক সচিন? নেট মাধ্যমে দেওয়া ছবিতে শুরু জল্পনা

সনুর উদ্দেশে তাঁরই গাওয়া ‘কাল হো না হো’ ছবির গানের কিছু লাইন নেটমাধ্যমে তুলে ধরে সচিন লেখেন, ‘এই গানটা আমার খুব প্রিয়।’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২১ ১৯:৩২
Share:

সচিনের সঙ্গে সনু ইনস্টাগ্রাম

গান তিনি আগেও গেয়েছেন। আবার কি গান গাইতে চলেছেন সচিন তেন্ডুলকর? গায়ক সনু নিগমের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়ে মাইকের সামনে দাঁড়িয়ে ছবি দিলেন সচিন।

Advertisement

আসলে ২০১৭ সালে ‘ক্রিকেট ওয়ালি বিট’ গানে সনুর সঙ্গেই গলা মিলিয়েছিলেন সচিন

ফের সেই স্মৃতি উসকে দিয়ে সনুর উদ্দেশে তাঁরই গাওয়া ‘কাল হো না হো’ ছবির গানের কিছু লাইন নেটমাধ্যমে তুলে ধরে সচিন লেখেন, ‘এই গানটা আমার খুব প্রিয়। সনুর পাশাপাশি অনেককেই এই গানটা শুনতে দেখেছি আমি। এটা শুনতে থাকুন আর আনন্দ ছড়িয়ে দিন। শুভ জন্মদিন সনু। ’

Advertisement

বৃহস্পতিবার পরিবারের নতুন সদস্য স্পাইককে নিয়ে একটি ভিডিয়ো দেন সচিন। সেখানে পথের কুকুর স্পাইককে উদ্ধার করার গল্প শোনান তিনি। সেই ভিডিয়ো ভাইরাল হয় নেটমাধ্যমে। সব মিলিয়ে এখন নেটমাধ্যমে বেশ সক্রিয় সচিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement