নজফগড়ের নবাবকে শুভেচ্ছা সচিনের

রবিবারই ৪১তম জন্মদিন ছিল  সহবাগের। ঠিক রাত বারোটার সময় টুইটারে সহবাগের ট্রিপল সেঞ্চুরির ভিডিয়ো দিয়ে অভিনন্দন জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৯ ০৪:১৯
Share:

স্মৃতি: সহবাগের সঙ্গে এই পুরনো ছবি পোস্ট করলেন সচিন। টুইটার

যখন খেলতেন, তখন তাঁদের জুটি বিপক্ষ বোলারের কাছে দুঃস্বপ্ন হয়ে উঠত। সেই দুই হলেন— সচিন তেন্ডুলকর এবং বীরেন্দ্র সহবাগ। সেই সহবাগের জন্মদিনে টুইটারের মাধ্যমে শুভেচ্ছাবার্তা দিলেন সচিন। প্রাক্তন সঙ্গী ওপেনারের উদ্দেশে সচিনের টুইট, ‘‘মাঠে বল মারা আর মাঠের বাইরে ঠাট্টা-ইয়ার্কি করা, এটাই তোমার মন্ত্র ছিল। জন্মদিনের শুভেচ্ছা বীরু।’’

Advertisement

রবিবারই ৪১তম জন্মদিন ছিল সহবাগের। ঠিক রাত বারোটার সময় টুইটারে সহবাগের ট্রিপল সেঞ্চুরির ভিডিয়ো দিয়ে অভিনন্দন জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। যার উত্তরে ‘নজফগড়ের নবাব’ লেখেন, ‘‘আসল ব্যাপারটা হল টাইমিং। ভারতীয় বোর্ডের টাইমিংটা দারুণ। একেবারে ঠিক রাত বারোটায় ভিডিয়ো পোস্ট করে অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ।’’ সচিনের টুইটের জবাবও দিয়েছেন সহবাগ। লিখেছে, ‘‘সবার কাছে তুমি মূর্তিমান প্রেরণা, মূর্তিমান উদাহরণ। আর এটাই তোমার মন্ত্র, পাজি। তুমি অনেক কিছু শিখিয়েছ, যার জন্য ধন্যবাদ পাজি।’’

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভেসে এসেছে শুভেচ্ছাবার্তা। ক্রিস গেল লিখেছেন, ‘‘শুভ জন্মদিন, কিংবদন্তি। আরও আরও অনেক বছর এ রকমই শুভেচ্ছা জানাব।’’ সহবাগের জবাব, ‘‘ধন্যবাদ ইউনিভার্স বস।’’ সহবাগেরই প্রাক্তন সতীর্থ ভিভিএস লক্ষ্মণ তাঁর শুভেচ্ছাবার্তায় লিখেছেন, ‘‘বিশেষ এক জন বন্ধুর জন্য বিশেষ শুভেচ্ছাবার্তা। আশা করব, জন্মদিনটা তোমার হাসিঠাট্টায় ভরে থাকবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement