Sachin Tendulkar

সচিনের অভিনন্দন পেলেকে, মুগ্ধ তাঁর উষ্ণতায়

ইনস্টাগ্রামে সচিন লেখেন, ‘‘খেলাধুলো মানেই তো এই। ফুটবলের সর্বকালের অন্যতম সেরার থেকে এই উষ্ণ অনুভূতি দারুণ লাগল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২১ ২০:০২
Share:

সচিন তেন্ডুলকর।

ভারত লেজেন্ডসকে ফাইনালে তোলার পরেই পেলের প্রশংসায় পঞ্চমুখ সচিন তেন্ডুলকর। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিছুদিন আগে পেলের রেকর্ড টপকে গিয়েছিলেন। তার জন্য রোনাল্ডোকে অভিনন্দন জানান পেলে। এবার সচিন অভিভূত পেলের এই ভূমিকায়।

Advertisement

ইনস্টাগ্রামে সচিন লেখেন, ‘‘খেলাধুলো মানেই তো এই। ফুটবলের সর্বকালের অন্যতম সেরার থেকে এই উষ্ণ অনুভূতি দারুণ লাগল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতিভা এবং সাফল্যকে উনি যেভাবে স্বীকৃতি জানিয়েছেন, সেটাই আসল খেলোয়াড়ের পরিচয়। বিশ্বের দুই অন্যতম সেরা প্রতিভার জন্য আমার শ্রদ্ধা, ভালবাসা।’’

Advertisement

গত রবিবার হ্যাটট্রিক করে রোনাল্ডো মোট গোলে টপকে যান পেলেকে। সব প্রতিযোগিতা মিলিয়ে রোনাল্ডোর ৭৭০টি গোল হল। পেলের মোট গোলসংখ্যা ৭৬৭। যদিও পেলের গোলসংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। তিনি নিজেই একটা সময়ে জানিয়েছিলেন, তাঁর মোট গোলসংখ্যা ১,২৮৩। কিন্তু রোনাল্ডো তাঁকে টপকে যাওয়ার পরেই পেলে অভিনন্দন জানান। রোনাল্ডোও পাল্টা ধন্যবাদ জানান পেলেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement