অলিম্পিক্স ঘিরে ফের বিতর্ক। ছবি টুইটার
আবার বিতর্কে টোকিয়ো অলিম্পিক্স। ফের এক বার মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্য, যার জেরে পদত্যাগ করতে হল ক্রিয়েটিভ ডিরেক্টর হিরোশি সাসাকিকে। অলিম্পিক্সের মাত্র কয়েক মাস বাকি থাকতে এই ঘটনা নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলেছে আয়োজকদের।
ফেব্রুয়ারিতে মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে পদত্যাগ করেছিলেন আয়োজক কমিটির প্রধান ইয়োশিরো মোরি। বলেছিলেন, মহিলারা নাকি বৈঠকে বেশি কথা বলেন। ঘুষ কেলেঙ্কারিতে জাপান অলিম্পিক্স কমিটির প্রধান সুনেকাজু তাকেদা সরে গিয়েছিলেন দু’বছর আগে।
অলিম্পিক্সের উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন সাসাকি। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলা শিল্পী নাওমি ওয়াতানাবেকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করেন। তাঁর শারীরিক ওজন নিয়ে কটাক্ষ করেছিলেন সাসাকি। পরে এক বিবৃতিতে বলেছেন, “আমার মন্তব্য তাঁর কাছে অপমানজনক লেগেছে। এই ঘটনা ক্ষমাহীন অপরাধ। আমি অনুতপ্ত এবং হৃদয় থেকে ক্ষমা চাইছি।”