মরিয়া: নতুন লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে চান দোপোলভ। টুইটার
আলেকজান্ডার দোপোলোভের নামটা টেনিসপ্রেমীদের কাছে একেবারেই অপরিচিত নয়। ইউক্রেনের প্রাক্তন এই তারকা রাশিয়ার হাত থেকে মাতৃভূমিকে রক্ষা করতে হাতে তুলে নিয়েছেন যুদ্ধের অস্ত্র!
দোপোলোভের বয়স ৩৩। শেষ ম্যাচ খেলেছেন ২০১৮ সালে। টেনিসকে বিদায় জানান গত বছর। প্রায় এক দশক আগে বিশ্ব ক্রমতালিকায় ১৩ নম্বরেও উঠেছিলেন। গ্র্যান্ড স্ল্যামে সেরা পারফরম্যান্স ২০১১ সালে অস্ট্রেলীয় ওপেনের কোয়ার্টার ফাইনালে খেলা। জিতেছেন তিনটি এটিপি খেতাব।
হালফিলে থাকতেন মোনাকোর মন্টি কার্লোতে। কিন্তু মাতৃভূমির প্রতি ভালবাসা কমেনি এতটুকু। তাই ফিরে গিয়েছেন ইউক্রেনের রাজধানী কিভে। রুশ আগ্রাসন রুখতে দোপোলোভ হাতে তুলে নিয়েছেন অস্ত্র। হেলমেট, রাইফেল, ফ্ল্যাক জ্যাকেটের ছবিও দিয়েছেন গণমাধ্যমে! সঙ্গে লিখেছেন, ‘‘আগে আমার সঙ্গে থাকত টেনিসের সরঞ্জাম। এখন এ সব নিয়েই দিব্যি আছি।’’ জীবনের ঝুঁকি নিয়ে এ রকম একটা সময় তাঁর দেশে না ফিরলেও কিছু আসত যেত না। কিন্তু দোপোলোভ অন্য ধাতুতে গড়া। টেনিস কোর্টের বাইরেও একজন প্রকৃত যোদ্ধা। সে-ই প্রত্যয়ই স্পষ্ট হয়েছে তাঁর ইন্সটাগ্রাম বার্তায়। আরও লিখেছেন, ‘‘প্রিয় কিভ, তোমার পাশে থাকতে ফিরে এসেছি। আমাদের সবার প্রিয় জন্মভূমিকে রক্ষা করতে।’’
দোপোলোভ নিজের মা ও বোনকে নিরাপদে তুরস্কে রেখে এসেছেন সম্প্রতি। সেখানেই এক প্রাক্তন সৈনিকের কাছে দিন সাতেক ধরে শিখে নিয়েছেন রাইফেল চালানো। গণমাধ্যমে আরও বলেছেন, ‘‘জানি সাত দিনেই কেউ সিলভেস্টার স্ট্যালোন হয়ে ওঠে না। তবে আমি কিন্তু রাইফেল চালানোয় বেশ স্বচ্ছন্দই বোধ করছি।’’