প্রস্তুতি: মাঠে নামার আগে জিম-সেশন চলছে রোনাল্ডোর। ছবি: টুইটার
একজন ব্যালন ডি’ওর জিতেছেন পাঁচ বার। আর একজন চার বার। বিশ্বফুটবল তাঁদের জন্য দু’ভাগে বিভক্ত। অথচ লিওনেল মেসি-র সঙ্গে তাঁর নাকি কোনও শত্রুতা নেই। দাবি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর!
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের তিন দিন আগে উয়েফা-র ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে সি আর সেভেন বলেছেন, ‘‘কেন আমি মেসি-কে অপছন্দ করব? ও তো কখনও আমার সম্পর্কে খারাপ কিছু বলেনি।’’ সেই সঙ্গে অবশ্য স্পষ্ট করে দিয়েছেন, মেসি তাঁর বন্ধু নন। রোনাল্ডো বলেছেন, ‘‘মেসি আমার বন্ধু নয়। আমরা একসঙ্গে কখনও ডিনারেও যাইনি। তবে আমি ওকে সম্মান করি। আমাদের সম্পর্কটা পুরোপুরি পেশাদার। গত দশ বছর ধরে বিভিন্ন পুরস্কার মঞ্চে আমাদের দেখা হয়েছে। কথা হয়েছে।’’
রোনাল্ডো অবশ্য জানিয়ে দিলেন, মেসি-র পাঁচ বার ব্যালন ডি’ওর জয়ের রেকর্ড স্পর্শ করাই এই মুহূর্তে তাঁর প্রধান লক্ষ্য। রিয়াল মাদ্রিদ তারকা বলেছেন, ‘‘আমি মেসি-কে ছুঁতে চাই।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘আমার রেকর্ড ভাঙাটা দুর্ঘটনা নয়। রেকর্ড গড়তে আমি ভালবাসি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে একশো গোল করা আমার লক্ষ্য ছিল। সেই স্বপ্ন পূরণ হয়েছে। তবে তার জন্য আমি উচ্ছ্বসিত নই। সব সময়ই আমার লক্ষ্য থাকে উন্নতি করা।’’ব্যালন ডি’ওর খেতাবের দৌড়ে মেসি, রোনাল্ডোর সঙ্গে প্রবল ভাবেই রয়েছেন য়ুভেন্তাস গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। সি আর সেভেনের মতে চ্যাম্পিয়ন্স লিগজয়ী দলের ফুটবলারই ব্যালন ডি’ওর জিতবেন। চার বছরে তৃতীয় বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা নিয়েও উচ্ছ্বসিত রোনাল্ডো। তিনি বলেছেন, ‘‘চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আমার কাছে সব সময়ই স্পেশ্যাল। এটা আমার পাঁচ নম্বর ফাইনাল। তাই ভীষণ ভাবেই উত্তেজিত।’’
য়ুভেন্তাসের রক্ষণ নিয়ে যে তিনি চিন্তিত, সেটাও জানাতে ভোলেননি রিয়াল তারকা। বলেছেন, ‘‘য়ুভেন্তাস খুব ভাল দল। দারুণ শক্তিশালী ওদের রক্ষণ। তবে বিশ্বের সেরা রক্ষণেও ফাঁক থাকে। আমাদের কাজ হচ্ছে সেটাই খুঁজে বার করা। এ বার জিতলে আমরা ইতিহাস গড়ব। আশা করছি আমাদের স্বপ্ন পূরণ হবে।’’ জর্জে কিয়েল্লিনি, লিওনার্দো বোনুচ্চি-দের বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি হিসেবে এই মুহূর্তে জিমে বাড়তি পরিশ্রম করছেন রোনাল্ডো।
তবে ফাইনালের আগে রিয়াল সমর্থকদের সমালোচনা করতেও ছাড়লেন না রোনাল্ডো! চলতি মরসুমে সান্তিয়াগো বের্নাবাউ-তে সমর্থকদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সমর্থকদের উদাহরণ দিয়ে ক্ষুব্ধ সি আর সেভেন বলেছেন, ‘‘আমার ধৈর্য অসীম। কিন্তু সমর্থকদের এই ব্যবহার একেবারেই সমর্থনযোগ্য নয়। মাঠে নেমে আমি সব সময়ই একশো শতাংশ দিই। তা সত্ত্বেও সমালোচনা করা হয়েছে। ম্যান ইউতে কিন্তু এই ধরনের ঘটনা কখনও ঘটেনি। সব ধরনের পরিস্থিতিতেই দারুণ ভাবে ওরা সমর্থন করেছে আমাদের। এখনও স্মৃতিতে তা উজ্জ্বল হয়ে রয়েছে।’’