দায়িত্বে: ক্রুয়েফ শিষ্য কোমানের হাত ধরে ঘুরে দাঁড়ানোর লড়াই বার্সার।
কিংবদন্তি ইয়োহান ক্রুয়েফের প্রিয় শিষ্য রোনাল্ড কোমানের হাত ধরেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বার্সেলোনা শিবিরে। একই সঙ্গে তাঁরা আশাবাদী লিয়োনেল মেসির ক্যাম্প ন্যু-তে থাকা নিয়ে।
৫৭ বছর বয়সি প্রাক্তন তারকা ডিফেন্ডার কোমানের উত্থান ক্রুয়েফের কোচিংয়ে আয়াখ্স আমস্টারডামে। ১৯৮৮ সালে বার্সেলোনার দায়িত্ব নেন ক্রুয়েফ। পরের বছরই তিনি ক্যাম্প ন্যু-তে নিয়ে আসেন ১৯৮৮ সালে ইউরো কাপজয়ী নেদারল্যান্ডস দলের অন্যতম সদস্য কোমানকে। ১৯৯৫ পর্যন্ত বার্সায় ছিলেন তিনি। ছ’বছরে চার বার লা লিগা জিতেছেন। এক বার ইউরোপ সেরা হয়েছেন। এক বার কোপা দেল রে জিতেছেন। অবসরের পরে ১৯৯৮ সালে বার্সায় ফিরেছিলেন ম্যানেজার লুইস ফান হালের সহকারী হিসেবে।
ক্যাম্প ন্যু-তে সোমবারের জরুরি বৈঠকে বসার আগে বার্সা কর্তারা জানিয়ে দিয়েছেন, মেসি যে ক্লাব ছাড়তে চান, এ রকম কোনও খবর তাঁদের কাছে নেই। যদিও স্পেনের সংবাদ মাধ্যমের দাবি, বার্সায় একেবারেই খুশি নন মেসি। অবিলম্বে ক্লাব ছাড়তে চান তিনি। এর আগে শোনা গিয়েছিল, ইন্টার মিলান মরিয়া বার্সা তারকাকে নিতে। এ বার ব্রিটিশ মিডিয়ার দাবি, মেসিকে কেনার প্রস্তুতি শুরু করে দিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে লিয়ঁ-র কাছে হারের পরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মেসি-পেপ গুয়ার্দিওলা যুগলবন্দিকেই তুরুপের তাস করতে চাইছেন ইপিএল ক্লাবের কর্তারা।