Cricket

ব্যাটিংয়ের সময়ে লাগল রোহিতের, বেরিয়ে গেলেন নেট ছেড়ে

ঘরোয়া টুর্নামেন্টে ভাল খেলায় টি টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন। কিন্তু, এ দিনের প্র্যাকটিসে সঞ্জুকে উইকেট কিপিং করতে দেখা যায়নি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৯ ১৮:৩৩
Share:

অনুশীলনে সতীর্থদের সঙ্গে রোহিত। ছবি— এএফপি।

বাংলাদেশের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দেশকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। কিন্তু শুক্রবার দলের অনুশীলনে চোট পেয়ে নেট ছাড়লেন ‘হিটম্যান’। যা চিন্তায় রাখছে তাঁর ভক্তদের।

Advertisement

প্রতিপক্ষ শিবিরে রয়েছেন মুস্তাফিজুর রহমানের মতো বাঁ হাতি পেসার। ভিভিএস লক্ষ্মণের মতো প্রাক্তন ক্রিকেটার মুস্তাফিজকে গুরুত্ব দিচ্ছেন। ভারতের ইনিংসকে শুরুতে ধাক্কা দিতে পারেন মুস্তাফিজই। সেই কারণেই এ দিন নেটে থ্রো ডাউন নিচ্ছিলেন রোহিত।

হঠাৎই লাফিয়ে ওঠা একটা বল এসে আছড়ে পড়ে মুম্বইকরের বাঁ পায়ের ঊরুতে। রাগত রোহিত গ্লাভস খুলে নেট ছেড়ে বেরিয়ে যান। তাঁকে শান্ত করতে ছুটে যান ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর ও থ্রোডাউন স্পেশালিস্ট নুয়ান। সেই যে নেট ছেড়ে বেরিয়ে যান রোহিত আর ফেরেননি ব্যাট করতে।

Advertisement

আরও পড়ুন: খেলার আদর্শ পরিবেশ নেই, বলছেন বাংলাদেশ কোচ

ঘরোয়া টুর্নামেন্টে ভাল খেলায় টি টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন। কিন্তু, এ দিনের প্র্যাকটিসে সঞ্জুকে উইকেট কিপিং করতে দেখা যায়নি। ফিল্ডিং করছিলেন তিনি। রবিবার ঋষভ পন্থেরই উইকেটের পিছনে দাঁড়ানোর সম্ভাবনা বেশি।

আরও পড়ুন: জোর টক্কর হলেও টি২০-তে বিরাটদের বিরুদ্ধে এখনও পর্যন্ত জয় পায়নি বাংলাদেশ​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement