Rishabh Pant

‘এ কী করলি তুই’! ভুল রিভিউয়ের পর পন্থকে কি এই কথাই বলছেন রোহিত?

রবিবারের প্রথম টি টোয়েন্টি ম্যাচে রিভিউ নেওয়ার ক্ষেত্রে ভারত-অধিনায়ককে ঠিকঠাক পরামর্শ দিতে পারেননি তরুণ উইকেট কিপার।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৯ ১৭:১৮
Share:

পন্থের ভুল দেখে রোহিত হতবাক। ছবি— টুইটার থেকে।

ঋষভ পন্থের ভুল দেখে হাসির ছলে তাঁকেই বকুনি দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভুল বুঝতে পেরে ভারতের তরুণ উইকেটকিপারও আফশোস করছেন।

Advertisement

রবিবারের ভারত-বাংলাদেশ টি টোয়েন্টি ম্যাচে ক্যাপ্টেন ও উইকেটকিপারের ইঙ্গিতপূর্ণ কথোপকথনের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োতেই দেখা যাচ্ছে পন্থের ভুল দেখে হাসতে হাসতেই রোহিত কিছু একটা তাঁকে বলছেন। ‘তুই এটা কী ভুল করলি’— এরকমই কিছু একটা হয়তো রোহিত বলছিলেন পন্থকে। দু’ জনের কথাবার্তা শোনা যায়নি ঠিকই। তবে পন্থকে কী বলছিলেন, তা ‘হিটম্যান’-এর শরীরী ভাষা দেখে বেশ উপলব্ধি করা যায়।

রবিবারের প্রথম টি টোয়েন্টি ম্যাচে রিভিউ নেওয়ার ক্ষেত্রে ভারত-অধিনায়ককে ঠিকঠাক পরামর্শ দিতে পারেননি তরুণ উইকেট কিপার। পন্থের জন্যই দু-দু’ বার রিভিউ নেয়নি ভারত। রিভিউ না নেওয়ার খেসারতও দিতে হয় ভারতকে। মুশফিকুর রহিম একাই ম্যাচ বের করে নেন। ওই দু’ বার রিভিউ নেওয়া হলে আগেই আউট হয়ে যেতেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান।

Advertisement

আরও পড়ুন: আরও একবার টি-টোয়েন্টি জয়ের দোরগোড়ায় এসে হারতে চাইনি, বলছেন মুশফিকুর

বাংলাদেশের ইনিংসের দশম ওভারে যুজবেন্দ্র চহালের দুটো ডেলিভারি এসে আছড়ে পড়েছিল মুশফিকুরের প্যাডে। প্রথম বার চহাল ও পন্থের সঙ্গে কথা বলার পরেও রিভিউ নেননি রোহিত। রিভিউ যে নেওয়ার দরকার, তা পন্থ ঠিকমতো বোঝাতেই পারেননি অধিনায়ককে। দ্বিতীয় বার কোনও আলোচনাই হয়নি। রিপ্লেতে দেখা যায় দু’ বারই চহালের বল ভেঙে দিত উইকেট।

সেই ওভারেই রিভিউ নেন পন্থ। আগের দু’ বার রিভিউ না নেওয়া প্রায়শ্চিত্ত করতে গিয়েছিলেন পন্থ। কিন্তু, সেই রিভিউ নেওয়ার সিদ্ধান্তটা ছিল ভুল। সৌম্য সরকারের বিরুদ্ধে আউটের আবেদন করে বসেন পন্থ। তিনি ভেবেছিলেন, সৌম্যর ব্যাটে লেগে বল তাঁর হাতে এসেছে। রোহিতকে রিভিউ নিতে জোর করেন পন্থ। রিভিউ নেওয়ার পরে দেখা যায় সৌম্যর ব্যাটে লাগেনি বল। তার পরেই দেখা যায় নিজের মাথায় হাত দিয়ে রোহিত কিছু একটা বলছেন পন্থকে। পন্থও মাথা নিচু করে ফেলেন। দু’ জনের কথা শোনা না গেলেও বেশ বোঝাই যাচ্ছিল, নিজের ভুলে হতাশ পন্থ। আর রোহিতও মাথা নাড়তে নাড়তে বুঝিয়ে দেন তিনি বিরক্ত।

আরও পড়ুন: অভিজ্ঞতা বাজারে কেনা যায় না, ভারতের হারের পর টুইট মনোজের​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement