Rohit Sharma

ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই কি ইউনিভার্স বসকে টপকে যাবেন হিটম্যান?

আবার একটি নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৯ ১৭:২৮
Share:

মাত্র চারটি ছয় মারলেই টি-টোয়েন্টি ক্রিকেটে ক্রিস গেলকে টপকে যাবেন রোহিত।

আবার একটি নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মা। আর মাত্র চারটি ছয় মারলেই টি-টোয়েন্টি ক্রিকেটে ইউনিভার্স বস ক্রিস গেলকে টপকে সর্বোচ্চ ছয় মারার রেকর্ড করবেন রোহিত।

Advertisement

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মোট তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। ওয়েস্ট ইন্ডিজ দলে নেই ক্রিস গেল। তাই এই সিরিজেই রোহিতের সুযোগ রয়েছে এই রেকর্ড টপকে যাওয়ার। টি-টোয়েন্টি ক্রিকেটে গেলের মোট ছয় ১০৫টি। রোহিতের মোট ছয়ের সংখ্যা ১০২টি। রোহিতের আগে রয়েছেন মার্টিন গাপ্টিল। তাঁর ঝুলিতে রয়েছে মোট ১০৩টি ছয়। তাই রোহিতের দরকার আর মাত্র চারটি ছয়।

শনিবার প্রথম টি-টোয়েন্টিতে ভারত খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন রোহিত শর্মা। মোট পাঁচটি শতরান করেছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও রোহিতের এরকম ফর্ম থাকলে ক্যারিবিয়ানদের ভুগতে হতে পারে।

Advertisement

আরও পড়ুন: টুইটারে বিরাটের পোস্ট করা দলের ছবিতে নেই রোহিত, জল্পনা শুরু সোশ্যাল মিডিয়ায়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement