যে কোনও ফরম্যাটে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন রোহিত। —ফাইল চিত্র।
তিনি ব্যাট হাতে নামা মানেই রানের বন্যা। গত বছর ক্রিকেট বিশ্বকাপে ‘হিটম্যান’-এর ব্যাট কথা বলেছিল। প্রথম ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়ে নজির গড়েছিলেন।
অথচ সেই রোহিতকেই ২০১১ সালের বিশ্বকাপে দলেই নেওয়া হয়নি। বৃহস্পতিবার ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার কেভিন পিটারসেনের সঙ্গে আলাপচারিতায় রোহিত জানান, ২০১১ সালের বিশ্বকাপে দলে সুযোগ না পাওয়া তাঁর জীবনের সব থেকে দুঃখজনক মুহূর্ত।
সে বার রোহিতের ঘরের মাঠ ওয়াংখেড়েতে ফাইনাল খেলতে নেমেছিল ভারত ও শ্রীলঙ্কা। মাঠের বাইরে বসে সেই ফাইনাল দেখেছিলেন তিনি। কেন তিনি সুযোগ পাননি সেই কারণও ব্যাখ্যা করেছেন রোহিত।
আরও পড়ুন: বাগান করা থেকে বই পড়া... কী ভাবে সময় কাটাচ্ছে করোনা আতঙ্কে গৃহবন্দি বাংলার ক্রিকেটমহল
আরও পড়ুন: করোনা-যুদ্ধে সাহায্য আফ্রিদির, টুইটারে প্রশংসা হরভজনের
এ দিন রোহিত বলেন, ‘‘২০১১ বিশ্বকাপে দলে সুযোগ পাইনি। সেটাই আমার জীবনের সব চেয়ে দুঃখজনক মুহূর্ত। আমার পারফরম্যান্সের জন্যই তখন আমি দল থেকে বাদ হয়ে যাই। নিজের সেরা ফর্মে ছিলাম না সেই সময়ে।’’
সেই ধাক্কা রোহিতের ক্রিকেট জীবনের মানচিত্রটাই বদলে দিয়েছিল। তার পর তিনি যেখানে হাত দিয়েছেন, সেখানেই সোনা ফলিয়েছেন।