Cricket

রোহিতের ভোকাল টনিক তাতিয়ে দিয়েছিল, জানালেন শ্রেয়াস

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ১৯:৪০
Share:

সিরিজ জেতার আনন্দে অধিনায়ক ও কোচ। ছবি— এএফপি।

ভারত অধিনায়ক রোহিত শর্মার ভোকাল টনিক বদলে দিয়েছিল শ্রেয়াস আইয়ারদের শরীরী ভাষা। ‘হিটম্যান’-এর কথায় ভারতীয় ক্রিকেটাররা বাড়তি তাগিদ অনুভব করেন। জেতার জন্য ঝাঁপিয়ে পড়েন তাঁরা। ম্যাচের শেষে খবরের ভিতরের খবর ফাঁস করেন শ্রেয়াস আইয়ার।

Advertisement

ছ’টি উইকেট নিয়ে দীপক চহার বাংলাদেশের ব্যাটিং ভাঙেন। তার আগে ভারতকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয় শ্রেয়াসের ব্যাট। ৩৩ বলে ৬২ রান করেন দিল্লির ব্যাটসম্যান। অথচ তাঁকেই শূন্য রানে ফেলে দেন বিপ্লব। ভারতের রান তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতে ধাক্কা খেলেও পরে নিজেদের গুছিয়ে নেয়।

ওপেনার নইম দ্রুত রান তুলতে থাকেন। তাতে চাপে পড়ে যায় ভারত। টেলিভিশন ক্যামেরায় দেখা যায়, সতীর্থদের ডেকে নিয়ে ভোকাল টনিক দিচ্ছেন রোহিত। শ্রেয়াস বলেন, ‘‘আমরা চাপ অনুভব করতে শুরু করেছিলাম। প্রথম দিকে ঢিলে দিয়ে ফেলেছিলাম। ওরা দারুণ খেলতে শুরু করে দেয়। সেই সময়ে রোহিত আমাদের সবাইকে ডেকে পেপ টক দেয়। রোহিতের কথা শোনার পরেই আমরা ম্যাচ জেতার তাগিদ অনুভব করি।’’

Advertisement

আরও পড়ুন: ছেলের জন্য চাকরি ছেড়েছেন, ডিগ্রি না থেকেও কোচিং করিয়েছেন দীপকের বাবা

অধিনায়কের ভাষণের পরে ভারতীয় দলকে উজ্জীবিত দেখায়। সতীর্থদের কী বলেছিলেন তিনি? ম্যাচের শেষে বরফ গলিয়ে রোহিত জানান, জার্সির গুরুত্ব তিনি মনে করিয়ে দিয়েছিলেন বোলারদের। অধিনায়কের কথায় কাজ হয়। দীপক চহার-শিবম দুবের দাপটে বাংলাদেশের ব্যাটিং ভেঙে পড়ে। ম্যাচ জেতে ভারত।

আরও পড়ুন: গ্রেগ চ্যাপেলের প্রত্যাখ্যান বাড়িয়ে দিয়েছিল জেদ, দু’বছর পর দুর্দান্ত রঞ্জি অভিষেক চাহারের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement