অনুশীলনে চোট রোহিতের, দল জানাল খেলবেন

অধিনায়ক বিরাট কোহালি টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকছেন। তাই তাঁর পরিবর্তে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে যাঁর উপরে নেতৃত্বের দায়িত্ব, সেই রোহিত শর্মাই শুক্রবার চোট পেয়ে গেলেন অনুশীলনে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৯ ০৪:১৩
Share:

নজরে: শুক্রবার ফিল্ডিং অনুশীলন অধিনায়ক রোহিত শর্মার। পিটিআই

মহড়া শুরু হয়ে গিয়েছে পুরোদমে। ৪৮ ঘণ্টা পরেই ফিরোজ শাহ কোটলায় শুরু হবে ভারত বনাম বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ। তার আগেই শুক্রবার অশনি সঙ্কেত ধেয়ে এসেছিল ভারতীয় শিবিরে।

Advertisement

অধিনায়ক বিরাট কোহালি টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকছেন। তাই তাঁর পরিবর্তে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে যাঁর উপরে নেতৃত্বের দায়িত্ব, সেই রোহিত শর্মাই শুক্রবার চোট পেয়ে গেলেন অনুশীলনে। নেটে রোহিত যখন ব্যাট করছিলেন, তখন তাঁকে বল ছুড়ে অনুশীলন করাচ্ছিলেন ভারতীয় দলের সাপোর্ট স্টাফ। সেই বল রোহিতের তলপেটের বাঁ দিকে এসে আঘাত করে। যন্ত্রণায় কুঁকড়ে যান এই মুম্বইকর ব্যাটসম্যান। ছুটে আসেন দলের কোচ ও অন্যান্য সদস্যেরাও। এর পরেই রোহিত অনুশীলন বন্ধ করে ড্রেসিংরুমে ফিরে যান। যদিও চোটের ধরন নিয়ে রোহিত বা ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে শুরুতে বিশদে কিছু বলা হয়নি। যার ফলে, বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে রোহিতের খেলা নিয়ে জল্পনা, উৎকণ্ঠা বেড়েছিল।

সংবাদসংস্থা জানিয়েছে, বিপক্ষে বাংলাদেশের বাঁ হাতি সিমার মুস্তাফিজ়ুর রহমান রয়েছেন। তাই তাঁর বিরুদ্ধে খেলার প্রস্তুতি হিসেবেই দলের বাঁ হাতি ‘থ্রো ডাউন’ বিশেষজ্ঞ শ্রীলঙ্কার নুয়ানের কাছে মহড়া সারছিলেন রোহিত। তার আগে নেটে নিয়মিত বোলারদের বিরুদ্ধে ব্যাটিং অনুশীলন করে এসেছিলেন তিনি। নুয়ানের ছোড়া দু’তিনটি বল ঠিক মতো খেলার পরেই হঠাৎ একটি বল এসে সজোরে আঘাত করে রোহিতের তলপেটের বাঁ দিকে। নেট ছেড়ে ড্রেসিংরুমে ফেরার সময়েও দেখা যায়, রোহিতের মুখের অভিব্যক্তি সন্তোষজনক নয়। পরে আর অনুশীলনেও নামেননি তিনি।

Advertisement

পরে জানা গিয়েছে, ড্রেসিংরুমে ফেরার পরে আঘাতের জায়গায় প্রাথমিক চিকিৎসা ও শুশ্রূষা হয়েছে রোহিতের। পরে ভারতীয় দলের তরফে জানিয়ে দেওয়া হয়, ‘‘রোহিতের চিকিৎসা হয়েছে। চোট গুরুতর নয়। আপাতত সুস্থ রয়েছে রোহিত। রবিবার বাংলাদেশের বিরুদ্ধে খেলবেন তিনি।’’

এ দিনের অনুশীলন থেকে স্পষ্ট, সঞ্জু স্যামসন রবিবার উইকেটকিপার হিসেবে নন, ব্যাটসম্যান হিসেবেই মাঠে নামবেন চূড়ান্ত একাদশে থাকলে। কারণ, এ দিন তাঁকে দলের বাকি সদস্যদের সঙ্গে ফিল্ডিং অনুশীলন করতেই দেখা গিয়েছে। আর ঋষভ পন্থকে দেখা গিয়েছে উইকেটরক্ষকের গ্লাভস হাতে অনুশীলন করতে। ভারতীয় দলের অনুশীলনে এ দিন নজরে ছিলেন মুম্বইয়ের অলরাউন্ডার শিবম দুবে। ঘরোয়া ক্রিকেটে যিনি আক্রমণাত্মক ব্যাটিং করার জন্য বিখ্যাত। অনুশীলনে তাঁকে দীর্ঘক্ষণ ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রীর সঙ্গে আলোচনা করতে দেখা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement