দুরন্ত হ্যাটট্রিকে নায়ক চাহার: ৩.২-০-৭-৬

সেরা প্রত্যাবর্তন, বলছেন রোহিত

বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদেরও কৃতিত্ব দিচ্ছেন ভারত অধিনায়ক। তাঁর কথায়, ‘‘কে এল রাহুল দুর্দান্ত খেলে দিল। আর শ্রেয়স তো আজ অবিশ্বাস্য ব্যাট করেছে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০১৯ ০৩:১২
Share:

নায়ক: চোখধাঁধানো হ্যাটট্রিক-সহ ছয় উইকেট দীপক চাহারের। তাঁকে নিয়ে উল্লাস ওয়াশিংটন সুন্দর, অধিনায়ক রোহিত শর্মার। রবিবার। পিটিআই

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে পিছিয়ে গিয়েও টি-টোয়েন্টি সিরিজ জয়।

Advertisement

রবিবার নাগপুরে মুশফিকুর রহিমদের বিরুদ্ধে সিরিজ ২-১ জিতে দলের বোলারদের পারফরম্যান্সে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক রোহিত শর্মা। ট্রফি হাতে তিনি বলে দিলেন, ‘‘বোলাররাই আজ ম্যাচটা জিতিয়ে দিল। শিশির পড়ছিল, তাই মাঝের ওভারে কী হবে তা নিয়ে চিন্তায় পড়েছিলাম। এক সময়ে আট ওভারে ৭০ রান তুলতে হত বাংলাদেশকে। যা বিপক্ষের কাছে অনেকটাই অনুকূল পরিস্থিতি ছিল। এ রকম কঠিন পরিস্থিতি থেকে দলের জন্য জয় তুলে আনা একটা বড় ব্যাপার তো অবশ্যই। আমার মতে টি-টোয়েন্টি ক্রিকেটে এটা ভারতীয় দলের সেরা প্রত্যাবর্তন।’’ যোগ করেন, ‘‘প্রথম আট ওভারে আমরা ঠিক ছন্দে খেলতে পারিনি। তার পরে ছেলেদের আমাদের জার্সি দেখিয়ে বলি, আমরা দেশের জন্য খেলি। এর পরেই ছেলেরা ম্যাচটা দুর্দান্ত ভাবে বার করে আনল।’’

বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদেরও কৃতিত্ব দিচ্ছেন ভারত অধিনায়ক। তাঁর কথায়, ‘‘কে এল রাহুল দুর্দান্ত খেলে দিল। আর শ্রেয়স তো আজ অবিশ্বাস্য ব্যাট করেছে।’’ আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায়। সেই প্রসঙ্গ উঠলে রোহিত বলেন, ‘‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আমাদের দলের ভারসাম্যটা ঠিক করে ফেলতে হবে। বেশ কয়েক জন ক্রিকেটার এই মুহূর্তে দলে নেই। তারা ফিরবে। অস্ট্রেলিয়ার উড়ানে ওঠার আগেই আমাদের সেরা এগারো বেছে ফেলতে হবে। আজ যে রকম খেললাম আমরা। সে ভাবে যদি সবাই পারফরম্যান্স করে যায়, তা হলে কিন্তু বিরাট ও নির্বাচকদের কাজটা কঠিন হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement