প্রথম ভারতীয় হিসেবে ৪০০টি ছক্কার মালিক হলেন রোহিত

সব ফর্ম্যাট মিলিয়ে সব চেয়ে বেশি ছক্কার মালিক ক্রিস গেল। ৫৩৪টি ছয় মেরে তালিকার শীর্ষে। দ্বিতীয় স্থানে শাহিদ আফ্রিদি (৪৭৬)। তৃতীয় স্থানে  রয়েছেন রোহিত (৪০৪)। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৯ ০৪:১৩
Share:

প্রথম ভারতীয় হিসেবে এই কীর্তি স্থাপন করলেন রোহিত। পিটিআই

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওপেন করতে নেমে ৩৪ বলে ৭১ রান করলেন রোহিত শর্মা। প্রথম ভারতীয় হিসেবে ৪০০টি ছক্কার মালিক হলেন সহ-অধিনায়ক।

Advertisement

সব ফর্ম্যাট মিলিয়ে সব চেয়ে বেশি ছক্কার মালিক ক্রিস গেল। ৫৩৪টি ছয় মেরে তালিকার শীর্ষে। দ্বিতীয় স্থানে শাহিদ আফ্রিদি (৪৭৬)। তৃতীয় স্থানে রয়েছেন রোহিত (৪০৪)।

তাঁর ও কে এল রাহুলের ১৩৫ রানের জুটির সৌজন্যে ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২৪০ রান করে ভারত। কী করে ২০ ওভারে এত রান তোলা সম্ভব হল? রোহিতের উত্তর, ‘‘ওয়েস্ট ইন্ডিজ কতটা ভয়ঙ্কর ব্যাটিং লাইন-আপ তা আমরা জানি। চেষ্টা করেছি যতটা সম্ভব রান তোলার।’’ যোগ করেন, ‘‘ওয়াংখেড়ের উইকেট ব্যাটসম্যানদের স্বর্গ। এখানে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানেরা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তার আন্দাজ করেই বড় রান তোলার লক্ষ্যে নেমেছিলাম।’’

Advertisement

রোহিত জানিয়েছেন, শিশির পড়ায় বোলাররা কিছুটা সমস্যায় পড়েছিলেন। তাঁর কথায়, ‘‘বল হাত থেকে পিছলে যাচ্ছিল। বোলারদের কিছুটা অসুবিধা হতে পারে। শিশির পড়লে সব চেয়ে সুবিধা হয় ব্যাটসম্যানদের। সেই সুযোগ কাজে লাগিয়েছি।’’ রাহুলের প্রশংসা করে বলেন, ‘‘রাহুল অসাধারণ সঙ্গ দিয়েছে। খুব ভাল টাইমিং হচ্ছিল ওর।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement