অ্যান্ডি মারের পক্ষে খুব বেশি শীর্ষস্থান ধরে রাখা কঠিন! উইম্বলডনের সপ্তাহ দু’য়েক আগে হুমকি দিয়ে রাখলেন টেনিস কিংবদন্তি রজার ফেডেরার।
উইম্বলডনের প্রস্তুতি হিসেবেই এই মুহূর্তে হাল-এ গেরি ওয়েবার ওপেনে খেলছেন আঠারোটি গ্র্যান্ড স্ল্যামের মালিক। বৃহস্পতিবার জার্মানির মিসা জেরেভ-এর বিরুদ্ধে ম্যাচের আগে ফেডেরার বলছেন, ‘‘গত বছরের শেষ থেকেই চোট সমস্যায় জর্জরিত অ্যান্ডি। ফলে ওর পক্ষে খুব বেশি দিন এক নম্বর জায়গা ধরে কঠিন।’’ সুইস তারকা এ দিন ৯০ মিনিট লড়াই করে ৭-৬ (৭-৪), ৬-৪ ফলে হারান মিসা-কে। অস্ট্রেলিয়া ওপেনের চতুর্থ রাউন্ডে এই মিসা-র কাছে হেরেই ছিটকে গিয়েছিলেন মারে। এখানেই শেষ নয়। তিন দিন আগেই অ্যাগন ওপেনে র্যাঙ্কিংয়ে নব্বই নম্বরে থাকা অস্ট্রেলিয়ার জর্ডান টমসনের বিরুদ্ধে স্ট্রেট সেটে সেরে ছিটকে যান ব্রিটিশ তারকা।
আরও পড়ুন: ফেভারিট পুরুষ ক্রিকেটার কে? দুর্দান্ত জবাব দিলেন মিতালী রাজ
মারের হঠাৎ কী হল? ফেডেরারের বিশ্লেষণ, ‘‘আমাদের সারা বছর প্রচুর ম্যাচ খেলতে হয়। তাই মরসুমের দ্বিতীয় পর্বে ফর্ম ধরে রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’’ শুধু মারে নন, আর এক তারকা নোভাক জকোভিচ সম্পর্কেও একই মত ফেডেরারের।
মারের শীর্ষস্থান ধরে রাখা নিয়ে সংশয়ের মধ্যেই টেনিস কিংবদন্তি জানিয়ে দিলেন আট নম্বর উইম্বলডন জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী। বিশ্ব র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে উঠে আসা ফেডেরার বলেছেন, ‘‘প্রত্যাশা মতোই উইম্বলডনের প্রস্তুতি হচ্ছে।’’