Roger Federer

বিদায় নিখুঁত হল না, আক্ষেপ থাকছে রজারের

ফেডেরার অবশ্য যোগ করেছেন, ‘‘টেনিস থেকে বিদায়কে নিখুঁত বলতে পারব না। তবে আমি খুশি। মানুষের তো কত ইচ্ছেই পূর্ণ হয় না। কী আর করা যাবে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২২ ০৭:১৮
Share:

চোখের জলে টেনিসকে বিদায় জানাল রজার ফেডেরার। — ফাইল চিত্র।

রজার ফেডেরারকে খোঁচা দিচ্ছে জীবনের শেষ ডাবলস ও সিঙ্গলস ম্যাচে পরাজিত হওয়া। তা-ই তাঁর বিদায়কে নিখুঁত বলতে পারছেন না তিনি। ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘‘সবাই আশা করেছিলাম, আমার বিদায়ী ম্যাচটা রূপকথার গল্পের মতো হয়ে উঠবে। কিন্তু শেষ সিঙ্গলস ও ডাবলস ম্যাচে হেরেছি। দলগত ভাবেও শেষ ম্যাচে হারতে হয়েছে। আমার টেনিস খেলায় এ ভাবেই যবনিকা পড়ল।’’ ফেডেরার অবশ্য যোগ করেছেন, ‘‘টেনিস থেকে বিদায়কে নিখুঁত বলতে পারব না। তবে আমি খুশি। মানুষের তো কত ইচ্ছেই পূর্ণ হয় না। কী আর করা যাবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement