রজার ফেডেরার ফাইল চিত্র
হাঁটুর অস্ত্রোপচারের পর আগামী মরসুমে খেলতে দেখা যেতে পারে রজার ফেডেরারকে। চোটের কারণে জুলাইয়ে উইম্বলডনের পর আর কোনও প্রতিযোগিতায় খেলতে দেখা যায়নি ফেডেরারকে। উইম্বলডনে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন ৪০ বছর বয়সী ফেডেরার।
তিনি বলেন, ‘‘এখন রিহ্যাব করছি। কিছুটা সুস্থ বোধ করছি। গত মরসুমে যেমনটা আশা করেছিলাম তেমন হয়নি। চোট থাকাকালীন সময়টা খারাপ গিয়েছিল। তবে এখন তা কেটে গিয়েছে। সামনের দিকে তাকাতে চাই। ধাপে ধাপে উন্নতি করতে চাই।’’
এ মরসুমে ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জেতার সুযোগ ছিল নোভাক জোকোভিচের সামনে। অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জেতার পর ইউএস ওপেনের ফাইনালে উঠলেও দানিল মেদভেদেভের বিরুদ্ধে স্ট্রেট সেটে হারেন তিনি। ফলে ক্যালেন্ডার গ্র্যান্ডস্ল্যামের স্বপ্নভঙ্গ হয় তাঁর।
১৯৬৯ সালের পর প্রথম বার এই কীর্তি গড়ার সুযোগ ছিল বিশ্বের এক নম্বর টেনিস তারকার সামনে। এবার সে সুযোগ হারালেও জোকোভিচের সামনে ফের সুযোগ আসতে পারে। এমনটাই মনে করেন ফেডেরার। জোকোভিচকে শুভেচ্ছাও জানান তিনি।
ফেডেরার বলেন, ‘‘আমার মনে হয় আবারও জোকোভিচ এই কীর্তি গড়তে পারে। আমি, রাফায়েল নাদাল আর জোকোভিচ এই তিন জনেই ক্যালেন্ডার গ্র্যান্ডস্ল্যামের খুব কাছাকাছি এসে গিয়েছিলাম। তবে কেউই লক্ষ্যে পৌঁছতে পারিনি।’’
ক্যালেন্ডার গ্র্যান্ডস্ল্যাম জিততে গেলে ভাগ্যের সহায়তাও প্রয়োজন হয় বলে মনে করেন ফেডেরার। তিনি বলেন, ‘‘ক্যালেন্ডার গ্র্যান্ডস্ল্যাম জেতা অসম্ভব নয়, তবে নিজের শক্তিকে সঠিক ভাবে ব্যবহার করতে জানতে হয়। সেই কারণেই এই রেকর্ড গড়া খুব কঠিন।’’