KKR

IPL 2021: বিরাটদের হারিয়ে বরুণরা হোটেল, সাজঘরে লুকিয়ে বাঁচলেন, দেখুন ভিডিয়ো

সোমবারের ম্যাচের আগে সাত ম্যাচ খেলে মাত্র দু’টিতে জিতেছিল অইন মর্গ্যানের দল। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জিতে তাই স্বস্তিতে কেকেআর ক্রিকেটাররা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ১৫:৪০
Share:

কেক কেটে উৎসবে মাতল কেকেআর ফেসবুক

বিরাট কোহলীর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নয় উইকেটে জিতে হোটেলে ফিরে কেক কাটল কেকেআর। নেটমাধ্যমে দলের অ্যাকাউন্টে সেই ভিডিয়ো দেওয়া হয়। সোমবার অভিষেক করা ভেঙ্কটেশ আইয়ার কেক কাটেন। তারপর সেই কেক মাখিয়ে দেওয়া হয় তাঁর গায়েই।

Advertisement

প্রথম পর্বে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হেরেছিল কেকেআর। সোমবারের ম্যাচের আগে সাত ম্যাচ খেলে মাত্র দু’টিতে জিতেছিল অইন মর্গ্যানের দল। ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জিতে তাই স্বস্তিতে কেকেআর ক্রিকেটাররা।

কেক কাটা শুরু হওয়ার কিছুক্ষণ পরে ঢোকেন আন্দ্রে রাসেল। কেক মাখানো নয়, খেতে বেশি পছন্দ করেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার। সেই কারণে কেকের কিছুটা অংশ কেটে মুখে দেন রাসেল। কেকের প্রশংসা করে রাসেল বলেন, ‘‘কেক মাখানোর জন্য নয়, খাওয়ার জন্য।’’

Advertisement

সতীর্থদের কেক মাখানোর ভয়ে লুকিয়ে ছিলেন বরুণ চক্রবর্তী। তাঁকে খুঁজে বের করেন সতীর্থরাই। তাঁর গায়েও কেক মাখিয়ে দেওয়া হয়। জার্সির ভেতরেও কেকের টুকরো ঢুকিয়ে দেওয়া হয়।

দ্বিতীয় পর্বে প্রথম ম্যাচে শক্তিশালী ব্যাঙ্গালোরকে হারিয়ে হোটেলে ফিরে এ ভাবেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় কেকেআর ক্রিকেটারদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement